বিনোদন ডেস্ক : শুক্রবার হয়ে গেল বলিউড তারকা বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের মেহেন্দী ও সঙ্গীত উৎসব। অন্যরকম আনন্দে মাতলেন হবু বধূ ও বর।
শনিবার সাত পাকে বাধা পড়বেন এ দুই তারকা। তার আগে মেহেন্দী উৎসবে একসঙ্গে হয়েছিলেন তাদের পরিবার ও বন্ধু-বান্ধবরা।
এসময় উপস্থিত ছিলেন শিল্পা শেঠি, শমিতা শেঠি, সোফি চৌধুরিসহ অনেক তারকা।
অনেকদিন পর বন্ধুর বিয়ের অনুষ্ঠানে ছুটে এসে
বিয়ের উৎসবে মেতে উঠেন সবাই।
ক্যামেররা সামনে আসেন সঙ্গীত শিল্পী ও মডেল সোফি।
অনুষ্ঠানে বেশ হাস্যোজ্জ্বল ছিলেন বিপাশা ও গ্রোভার।
ছবি দেখেই তো বোঝা যায় এদিনটি কেমন কাটলো তাদের।
২৯ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস