শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬, ০৮:৫২:৪৭

ইমরান হাশমির সাফ জবাব

ইমরান হাশমির সাফ জবাব

বিনোদন ডেস্ক : খবর বের হয়েছিল ক্রিকেটার আজহারউদ্দিনকে নিয়ে নির্মিত ‘আজহার’ ছবি নিয়ে নাকি খুশি নন তার দ্বিতীয় স্ত্রী সংগীতা বিজলানি। এ নিয়ে নাকি বিজলানি বিরক্ত প্রকাশও করেছেন। তবে ছবির নায়ক ইমরান হাশমি সাফসাফ জানিয়ে দিয়েছেন,  ‘আজহার’ নিয়ে অখুশি নন সংগীতা বিজলানি।

সূত্র বলছিল, ছবির কারণে প্রাক্তন ক্রিকেটার আজহারের সঙ্গে তার সম্পর্কের কথাগুলো আবার মনে পড়ে যাওয়ায় অস্বস্তি হচ্ছিল সংগীতার। এটাও শোনা গিয়েছিল, যদি ছবিতে তার চরিত্রকে নেতিবাচকভাবে দেখানো হয়, তাহলে সংগীতা ছবির নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে পারেন।

এমন খবর যখন বাতাসে ভাসছিল, তখন ইমরান হাশমি সব কিছুরই প্রতিবাদ করে জানিয়েছেন, এগুলো মিথ্যে কথা। সংগীতা এ রকম কিছুই বলেননি। খবরটা শুনে আজহারউদ্দিনও রেগে গিয়েছেন। ছবিতে সংগীতার চরিত্রে দেখা যাবে নার্গিস ফকরিকে।
৩০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে