বিনোদন ডেস্ক : কথা বলতে না পারা বোবা মেয়ে মুন্নীর জন্য জীবনটাকেই বিপন্ন হচ্ছিল সালমান খানের। এমনটা আমরনা সবাই দেখেছি ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবিতে। কতটাই না মহানুভবতা দেখিয়েছেন তিনি। যা দেখে অনেকর চোখেই জল এসেছে।
শুধু ছবি নয়। বাস্তবেও ভাইজান অত্যন্ত দানশীল, মহানুভবতা দিখিয়েছেন বহুবার। সম্প্রতি নিখাদ মানবিকতার খাতিরে এক শিশুর অস্ত্রোপচারের জন্য ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন সালমান খান।
চেন্নাইয়ে দুটি মাথা নিয়ে জন্ম হয় এক শিশুর। সেই শিশুর চিকিৎসার জন্যই টাকা দেন ভাইজান। এটা প্রথমবার নয়। এর আগেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সালমান।
আপাতত ‘সুলতান’ ছবির শুটিংয়ে উত্তরপ্রদেশ আছেন সালমান। যেখানে সালমানের নিরাপত্তার জন্য এক হাজার পুলিশ নিয়োগ করেছেন উত্তরপ্রদেশ সরকার।
৩০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন