শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬, ১১:২৪:৫৪

বিপাশার বিয়েতে তারকাদের মেলা, নেচে-গেয়ে আসর মাতালেন বর-কনে

বিপাশার বিয়েতে তারকাদের মেলা, নেচে-গেয়ে আসর মাতালেন বর-কনে

বিনোদন ডেস্ক : আজ শনিবার বিপাশা বসুর বিয়ে। গতকাল শুক্রবার ছিল মেহেদী সন্ধ্যা। করণ সিং গ্রোভারের সাথে প্রেমের পাট চুকিয়ে বিয়ের পিড়িতে বসছেন তারা। তাদের মেহেদী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের সেরা সব তারকারা।

এদিকে নিজের মেহদী সন্ধ্যায় হবু বরের সাথেই নাচলেন ও গাইলেন বিপাসা বসু। এ দিনটি যেন তার জন্য ছিল অন্যরকম একটি দিন। আর তাই ধরা পড়েছে ক্যামেরায়।

জানা গেছে, শনিবার সাত পাকে বাধা পড়বেন এ দুই তারকা। তার আগে মেহেন্দী উৎসবে একসঙ্গে হয়েছিলেন তাদের পরিবার ও বন্ধু-বান্ধবরা। এসময় উপস্থিত ছিলেন শিল্পা শেঠি, অভিষেক বচ্চন, শ্রীদেবী, শমিতা শেঠি, সোফি চৌধুরিসহ অনেক তারকা।

অনেকদিন পর বন্ধুর বিয়ের অনুষ্ঠানে ছুটে এসে বিয়ের ‍উৎসবে মেতে উঠেন সবাই। ক্যামেররা সামনে আসেন সঙ্গীত শিল্পী ও মডেল সোফি। অনুষ্ঠানে বেশ হাস্যোজ্জ্বল ছিলেন বিপাশা ও গ্রোভার। ছবি দেখেই তো বোঝা যায় এদিনটি কেমন কাটলো তাদের।
৩০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে