শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬, ০৬:১৪:৫৭

মাহির ঘর দখল নিলেন পরীমণি!

মাহির ঘর দখল নিলেন পরীমণি!

বিনোদন ডেস্ক : জাজ মাল্টি মিডিয়াকে বলা হয়ে থাকে মাহিয়া মাহির ঘর। এবার এ ঘরেই প্রবেশ করল ঢাকাই সিনেমার গ্লামার্সগার্ল পরীমণি। যদিও মাহির পরীবর্তে এ ঘরে জুলি, বিপাশা ও নুসরাত এসেছেন। কিন্তু থিতু হয়নি কেউেই। তাই কি পরীমণিকে টানলে জাজ’র কর্ণধার আব্দুল আজিজ?

এদিকে অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল জাজ’র পরবর্তি ছবিতে কে হচ্ছেন নায়িকা? এমন গুঞ্জন যখন চারিদিকে ছড়াচ্ছিল তখন অনেকেই বলছিলেন জাজ’র এবারের নায়িকা হবেন মডেল তামান্না। এমনকি তামান্নার সাথে একই রিক্সায় করে ঘোরাঘুরি বেশ কিছু ছবিও ফেসবুকে আপ করেছিলেন আব্দুল আজিজ। আর এতে করে অনেকই নিশ্চিত ছিলেন তামান্নাই হচ্ছেন জাজ’র নায়িকা। কিন্তু এমন খবরের পর তামান্না নিজেই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টিকে অস্বীকার করেছেন। জানিয়েছেন তিনি সিনেমা করছেন না।

এরপর শুরু হয় পরীমণিকে নিয়ে গুঞ্জন। সম্প্রতি একটি গাড়ি উপহার নিয়ে আব্দুল আজিজ তার ফেসুবকে দুটি পোস্ট দিয়ে একজন মেয়ের দারুণ প্রশংসা করেন। তবে কে ছিল সে? সে বিষয়ে স্পষ্ট কোন ধারণা না দিলেও যে ছবি তিনি এতদিন পোষ্ট করেছিলেন তা ছিলো ব্যাক টু ব্যাক স্নেপ।

এদিকে গতকাল আব্দুল আজিজ গাড়িতে বসা পরীমণিকে নিয়ে কিছু ছবি আপ করেন। আর সেখানে তিনি লিখেন ‌‘এত দিন শুধু back to ছিল...পিছনে শুধু বাতাস..আজ তাই সামনে...’। এর ফলে অনেকেই ধারণা করতে থাকেন গাড়ির পিছন ফিরে বসে থাকা সেই মেয়েটিই কি পরীমণি? যদিও এ ব্যাপার স্পষ্ট কোন ধারণা পাওয়া যায়নি। বা আব্দুল আজিজও স্পষ্ট করে কিছু বলেননি।

এদিকে জাজের হাত ধরেই চলচ্চিত্রে এসেছিলেন মাহি। এখন তিনি শীর্ষ নায়িকা। যদিও জাজের সঙ্গে মাহি আর নেই এখন। অন্যদিকে একাই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পরী মনি। এখন পর্যন্ত  সর্বাধিক সিনেমার নায়িকা তিনি। ঘরহীন এ নায়িকাকে এবার ঘরে টানলো জাজ।

অন্যদিকে একেবারে নতুন মুখ রিক্ত পরীমনির সঙ্গে জুটি বাধছেন ‘রক্ত’ সিনেমায়। এমন ঘোষনাই দেয়া হলো গতকাল রাতে। রাজধানীর লা মেরিডিয়ানে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীমনি জানাচ্ছেন, ‘মালেক আফসারীর ছবিতে কাজ করছি। এটাই আমার অনেক বড় পাওয়া। সবারই আমাকে নিয়ে টেনশনে আছে। বিশেষ করে আজিজ স্যার। আমি নাকি খুব লাজুক। ছবিটা তো অ্যাকশনধর্মী। আমি কিভাবে ফাইট করবো? কাজটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং। আশা করি ছবিটা ভালো হবে। হাজার বছর বেঁচে থাকবে।’

নায়িকার বক্তব্যের পরই মঞ্চে এলেন নির্মাতা মালেক আফসারী। জানালেন ছবিটি নিয়ে, ‘রক্ত মানে রক্ত না। সম্পর্কের ছবি। আমি যুদ্ধে নেমেছি। সঙ্গে আছে জাজ। কাজটা ভালো লাগবে আশা করি।’

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানালেন, ‘পরীমনির সঙ্গে নতুন মুখ হিসেবে থাকছে রিক্ত। ছেলেটা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছে। আমার মনে হয় ও ভালো করবে।’
৩০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে