শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬, ০৭:২৮:০০

আমার ব্যক্তিগত সম্পর্কের কথা কাউকে জানাতে রাজি নই : সোনম কাপূর

আমার ব্যক্তিগত সম্পর্কের কথা কাউকে জানাতে রাজি নই : সোনম কাপূর

বিনোদন ডেস্ক : নিজের ব্যক্তিগত সম্পর্ক, বিশেষত বয়ফ্রেণ্ডের ব্যাপারে কোনো কথাই তিনি বলতে রাজি নন, এমনটাই জানালেন সোনম কাপূর।  যতদিন না নিজে সেই সম্পর্ককে সিরিয়াস বলে মনে করছেন তত দিন বাবা-মায়ের সঙ্গেও সেই সম্পর্ক নিয়ে কোনো আলোচনা করবেন না বলে জানান এই বলি-সুন্দরী।

শনিবার নিজের একটি অ্যাপস উদ্বোধন করেন সোনম।  এমনিতে নিজের ফ্যাশন স্টেটমেন্ট, স্টাইলিং নিয়ে প্রায়ই খবরের শিরোনামে থাকেন তিনি।  

কিন্তু এবার স্টাইল, মেকআপ, ড্রেসের বাইরেও প্রকৃত সোনম কাপূরের সঙ্গে তার ফ্যানদের পরিচয় করাতে এই মোবাইল অ্যাপ্লিকেশন বাজারে এনেছেন তিনি।

তার মানে কী নায়িকার ব্যক্তিগত সম্পর্ক নিয়েও তথ্য পাওয়া যাবে এই অ্যাপসে? জানা যাবে তার বয়ফ্রেণ্ড কে অথবা কার সঙ্গে ডেট করছেন সুন্দরী?

এসব প্রশ্নের উত্তরে সোনম জানান, মোটেই না।  কিছু ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত থাকাই ভালো।  এ নিয়ে কখনোই মিডিয়ায় আলোচনা করব না।  এমনকি আমার বাবা-মায়ের সঙ্গেও না।
৩০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে