শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬, ০৭:৩৩:৫৬

‘আজহার’-এর পরিচালককে হুমকি স্ত্রী সঙ্গীতা ও বন্ধু মনোজের

‘আজহার’-এর পরিচালককে হুমকি স্ত্রী সঙ্গীতা ও বন্ধু মনোজের

বিনোদন ডেস্ক : আজহারের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন সঙ্গীতা বিজলানি ও মনোজ প্রভাকর। না ক্রিকেটার আজহার নয়। তথ্য-বিকৃতির অভিযোগে ‘আজহার’ ছবির নির্মাতাদের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি মোহাম্মদ আজহার উদ্দিনের ঘনিষ্ঠ দুই মানুষের।

মোহাম্মদ আজহারউদ্দিনের বায়োপিক মোটেও নয় ‘আজহার’ সিনেমাটি তৈরি করা হয়নি। স্রেফ আজহারকে সামনে রেখে একটা ব্যবসা শুরু করেছে মাত্র! বিতর্ক চলছে বলিউড তারকা থেকে আমজনতা মাঝেও। এমন সময় সেই বিতর্ক আরো উসকে দিলেন মোহাম্মদ আজহার উদ্দিনের স্ত্রী সঙ্গীতা বিজলানি এবং সতীর্থ মনোজ প্রভাকর।

দুজনেরই বক্তব্য, ছবিটায় তথ্য-বিকৃতি রয়েছে। তবে দুজনে আঙুল তুলছেন তাই দুই রকমের তথ্য-বিকৃতির দিকে।

সঙ্গীতা বিজলানির মূল আপত্তি ছবিতে নিজের চরিত্রটা নিয়ে। তাই মুক্তির আগে নির্মাতাদের কাছে সঙ্গীরা অনুরোধ করেছেন একটা বিশেষ স্ক্রিনিংয়ের। কারণ ট্রেলার দেখে সঙ্গীতার মনে হয়েছে, ছবিটা পুরোপুরি তার চরিত্রটাকে ধরতে পারেনি। ধরতে পারেনি তার আর আজহার উদ্দিনের প্রেম-পর্বটাকেও। নায়িকার কথায়, “আমায় এই ছবিটায় অন্যের সংসার ভাঙার দায়ে দোষী করা হচ্ছে। তাই যদি, অনুরোধ না রাখা হয়, তাহলে আদালতে যেতে বাধ্য হব বলে”, জানিয়েছেন সঙ্গীতা বিজলানি।

এদিকে আজহার নির্মাতাদের সঙ্গীতার মতোই আদালতে যাওয়া হুমকি দিয়েছেন মনোজ। মনোজ প্রভাকরের বক্তব্য ম্যাচ ফিক্সিং নিয়ে। তিনি-ই একমাত্র মানুষ, যিনি ব্যাপারটার সাক্ষী ছিলেন। তাই এরকম একটা স্পর্শকাতর বিষয় কী ভাবে ছবিতে এসেছে, সেটা দেখার জন্য তিনিও একটা বিশেষ স্ক্রিনিংয়ের অনুরোধ করেছেন।

তবে, শুধুই সঙ্গীতা-প্রভাকর নন। বিতর্ক কেন্দ্রে আছে বলে ছবিটা দেখার জন্য বিশেষ স্ক্রিনিংয়ের অনুরোধ করেছেন কপিল দেব, নভজ্যোত সিং সিধু এবং রবি শাস্ত্রীও। তাদের অনুরোধ এখনো পর্যন্ত বিবেচনা করে দেখেনি 'আজহার' সিনেমার টিম।
৩০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে