শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬, ১০:৩৫:০১

ভক্তকে দেহরক্ষীর চড়, ক্ষমা চাইলেন অক্ষয় কুমার

ভক্তকে দেহরক্ষীর চড়, ক্ষমা চাইলেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক : নতুন বিতর্কে বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। এক ভক্তকে দেহরক্ষীর চড়। মুম্বাইয়ে অক্ষয়ের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন তার এক ভক্ত। তখনই মাথা গরম করে তাকে চড় মেরে বসেন অক্ষয়ের দেহরক্ষী।

বিষয়টি জানার পর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ক্ষমা চান অক্ষয়। কথা দেন, ভবিষ্যতে এমনটা আর হবে না।

অক্ষয় মন্তব্য করেছেন, যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। তিনি আরো লিখেছেন, ‘বিমানবন্দরে হাঁটার সময় আমি পিছন থেকে কিছু শুনতে পাই। ঘুরে দাঁড়িয়ে অস্বাভাবিক কিছু চোখে না পড়ায় সামনে এগিয়ে যাই। পরে জানতে পারি, ওই সময় এক ভক্তের গায়ে হাত তোলেন আমার দেহরক্ষী। আমি তাকে ধমক দিয়েছি, সাবধান করেছি, যেন এমন ঘটনা আর না ঘটে। সংশ্লিষ্ট ভক্তের কাছে ক্ষমা চাইছি। আমাকে যারা ভালবাসেন, তাদের আমি সম্মান করি, এমন ঘটনায় আমি রীতিমত দুঃখিত। সকলকে আশ্বাস দিচ্ছি, এমন কিছু আর ঘটবে না।’
৩০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে