বিনোদন ডেস্ক : এবার সত্যিই বিয়ের পিড়িতে বসলেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। সিনেমা পর্দায় জীবনে অসংখ্যবার বিয়ের পিঁড়িতে বসেছেন এই ৩৭ বছর বয়সী নায়িকা। শনিবার মুম্বাইয়ের সেন্ট রেগিস হোটেলে করণ সিং গ্রোভারের সঙ্গে সাতপাকে বাধা পড়েন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকা ও দম্পতির বন্ধু ও আত্মীয়স্বজন।
এদিন বিয়ে সাজে যেন হাওয়ায় ভাসছিলো লাল বেনারসিতে নববধূ বিপাশা বসুকে। লাল বেনারসি, মাথায় টোপর আর সোনার গহনায় বিপাশা যেন প্রকৃত বাঙালি বধূ।
ভারতীয় সংস্কৃতি অনুসারেই এই বিয়ে পরিচালিত হয়। সেগওয়েতে করে বিয়েতে আসেন করণ। বিপাশাও পড়েছিলেন ঐতিহ্যবাহী লাল পোশাক।
এর আগে শুক্রবার অনুষ্ঠিত হয় বলিউড তারকা বিপাশা বসু করণ সিং গ্রোভারের মেহেন্দী ও সঙ্গীত উৎসব। শনিবার সাত পাকে বাধা পড়বেন এই দুই তারকা। তার আগে মেহেন্দী উৎসবে একসঙ্গে হয়েছিলেন তাদের পরিবার ও বন্ধুবান্ধব। এসময় উপস্থিত ছিলেন শিল্পা শেঠি, শমিতা শেঠি, সোফি চৌধুরিসহ অনেক তারকা
অন্যদিকে আগে দুবার বিয়ে করলেও স্বামী কর্ণ সিংহ গ্রোভারের কাছে এ যেন এক নতুন অভিজ্ঞতা। যজ্ঞ থেকে সাত পাক, সিঁদুরদান থেকে শুভদৃষ্টি সবই করলেন বিপাশা।
‘অ্যালোন’ ছবিতে অভিনয় করতে গিয়ে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে উঠতি অভিনেতা করণ সিং গ্রোভারের পরিচয়। তারপর প্রেম। দীর্ঘদিন ভ্রমণ আর পাশাপাশি বিশেষ দিনগুলো তারা উদযাপন করেছেন হাতে হাত রেখে। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কেউ প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
তবে কিছুদিন আগে খবর রটেছিল তাদের বিয়ে হচ্ছেনা। আর এর প্রধাণ করাণ হিসেবে দেখা হয়েছে করণের স্ত্রীকে। কারণ তখনো করণের স্ত্রীর সাথে তার ডিভোর্সের বিষয় শেষ হয়নি। এর পরেই উঠে আসে করণের মায়ের আপত্তি। তিনি জানা বিপাশা এর আগে অনেক বলিউড তারকার সাথে সম্পর্ক তৈরি করেছে সুতরাং এমন মেয়েকে অনন্ত আমার ছেলের বউ করে ঘরে তুলে আনতে আমি রাজি নই। কিন্তু শেষ পর্যন্ত সকল জল্পনার অবসান ঘটিয়ে সাত পাকে বাঁধা পড়লেন এই তারকা জুটি।
এর আগে জন আব্রাহাম, দিনো মোরেয়া ও হারমান বেওয়েজার সঙ্গে প্রেম করেছেন বিপাশা বসু। অন্যদিকে করণ বিয়ে করেছিলেন দু’বার। টিভি অভিনেত্রী জেনিফার উইঙ্গেট ও শ্রদ্ধা নিগামের সঙ্গে তার বিয়ে টেকেনি।
৩০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই