বিনোদন ডেস্ক : শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা মডেল জাকিয়া মুনের এলিফ্যান্ট রোডের বাসায় অভিযানে গিয়ে তাকে পাননি। কার্নেট সুবিধায় আমদানি করা একটি পোরশে জিপ জব্দ করার এক মাস পর মুনের বাসায় অভিযান চালানো হয়। এদিকে তার স্বামী ব্যবসায়ী শফিউল আজম মহসিনকে ধরতে তার গুলশানের বাসায়ও অভিযান চালানো হয়। তাকেও আটক করা সম্ভব হয়নি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, গত ৬ এপ্রিল মুনের বাসা থেকে কার্নেট সুবিধার অপব্যবহার করা প্রায় ৫ কোটি টাকার সমমূল্যের একটি পোরশে জিপ জব্দ করা হয়। মুন গাড়িটি ব্যবহার করতেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালের পার্কিং এলাকা থেকে রেঞ্জ রোভার গাড়িটি জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।
এর আগে, বৃহস্পতিবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট রোডের খিলক্ষেতের চার তারকা হোটেল ‘ঢাকা রিজেন্সি’তে শুল্ক গোয়েন্দার দল অভিযান চালায় রাত ১০টায়। কিন্তু অভিযানের তথ্য টের পেয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যায় সেটির মালিক। সারা রাত তাড়া করেও হদিস মেলেনি।
এর আগে ৬ এপ্রিল মুনের বাসা থেকে কার্নেট সুবিধার অপব্যবহার করা প্রায় ৫ কোটি মূল্যের একটি পোরশে জিপ জব্দ করা হয়। গাড়িটি মডেল মুন ব্যবহার করতেন। ড. মইনুল খান জানান, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক জোবায়দা খানমের নেতৃত্বে শনিবার একটি টিম মুনের বাসায় অভিযান চালান।
১ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস