রবিবার, ০১ মে, ২০১৬, ০৬:০৮:২১

বিপাশার সঙ্গে বিয়ে করায় কটাক্ষ করণের প্রথম স্ত্রীর!

বিপাশার সঙ্গে বিয়ে করায় কটাক্ষ করণের প্রথম স্ত্রীর!

বিনোদন ডেস্ক : কতটা যন্ত্রণাদায়ক একবার ভাবুন! সাবেক স্বামীর বিয়ে নিয়ে যদি অনবরত খোঁচানো হয়, তবে কোন মহিলাই সেটা কাঁহাতক সহ্য করতে পারেন?

জেনিফার উইঞ্জেটের সঙ্গেও সেটাই হয়েছে। মিডিয়ার খোঁচাখুঁচিতেই হোক বা ঈর্ষার কারণে- মুখ খুললেন তিনি। এবং বেশ কটাক্ষই করলেন সাবেক স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে বিপাশা বসুর বিয়ে নিয়ে।

তবে, বিপাশাকে নিয়ে কিছু বলেননি জেনিফার। তার আক্রমণের লক্ষ্য একান্ত ভাবেই করণ। সেটা বেশ বোঝা গেল যখন করণের সঙ্গে কাটানো সময় নিয়ে সামান্য হলেও তিক্ততা ফুটে উঠল জেনিফারের বক্তব্যে।

করণের সাবেক স্ত্রী বলেন, করণের সঙ্গে অনেক ভাল সময় কাটিয়েছি। কী আর করা যায় সেটা যদি ধীরে ধীরে খারাপের দিকে এগোতে থাকে! তবে এখন আর আমি এ সব নিয়ে ভাবি না। বরং সেটা থেকে বেরিয়ে আসতে পেরেছি ভেবে ভাল লাগে। স্পষ্ট বুঝতে পারি এখন, সিঙ্গল থাকার চেয়ে ভাল আর কিছু হয় না, কবুল করেছেন জেনিফার।

 আর, বিপাশার সঙ্গে বিয়ে নিয়ে কটাক্ষ করে বলেন, ওদের জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। ওদের বিবাহিত জীবন সুখের হোক। বেশ কথা। সুন্দর একটা শুভেচ্ছাবার্তা, এর মধ্যে কটাক্ষ এলো কোথা থেকে?

কটাক্ষ রয়েছে এর পরের ধাপেই। বিপাশা আর করণের বিয়ের প্রসঙ্গে বলেছেন জেনিফার, ‘বিয়ে একটা খুব সুন্দর প্রতিষ্ঠান। তবে ততক্ষণই, যতক্ষণ স্বামী-স্ত্রী একসঙ্গে রয়েছেন!’ এর পরেই সুর আরও নরম করে জোরদার এক খোঁচা দিয়েছেন জেনিফার। বলেছেন, ''ঈশ্বর ওদের মঙ্গল করুন!’

আপাতদৃষ্টিতে শুভেচ্ছাবার্তা হলেও তলায় তলায় কটাক্ষ আর ব্যঙ্গের একটা চোরা স্রোত বইছেই! ওদিকে চলছে বিপাশার বিয়ের তোড়জোড়। বাঙালি মতে বিয়ে সারলেও পাঞ্জাবি মতে মেহন্দির আসর বসাচ্ছেন মেয়ে।

আর, এর মাঝে এই সব কটাক্ষ? একটা কথাই শুধু বলা যায়। ওই জেনিফারের কথার সূত্র ধরেই- ‘ঈশ্বর ওদের মঙ্গল করুন!’     ‌‌‌‌‌
১ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে