রবিবার, ০১ মে, ২০১৬, ০৯:৫৪:১৫

লাক্স তারকা ইতিশার বাবা রিয়াজ!

লাক্স তারকা ইতিশার বাবা রিয়াজ!

বিনোদন ডেস্ক: লাক্স তারকা ফতেমা তুজ জোহরা ইতিশার বৃদ্ধ বাবার চরিত্রে দেখা যাবে বড় পর্দার অভিনেতা রিয়াজকে। একেবারে বয়সের ভারে নুয়ে পড়া মুখে খোঁচা খোঁচা সাদা-কালো দাড়ি। মাথার চুলও পেকে গেছে। চোখের নিচে স্পষ্ট বোঝা যাচ্ছে বয়সের ছাপ।
ঈদ উপলক্ষে নির্মিত টেলিফিল্মটিতে ইতিশার মা চরিত্রে থাকবেন অভিনেত্রী ছন্দা। টেলিফিল্মটির নাম `কইন্যা`। এটি রচনা করেছেন মাসুম রেজা এবং পরিচালনা করছেন নির্মাতা সালাহউদ্দিন লাভলু।

টেলিফিল্মটি সম্পর্কে ইতিশার  বলেন, ‘গল্পে দেখা যাবে আমার নাম শম্পা। আমি শহরে বড় হয়েছি। ডাক্তারি পেশায় পড়াশুনা করি। আমার মা-বাবা গ্রামে থাকেন। কিন্তু আমি কোনো সময় তাদের দেখিনি। ছোটবেলায় তারা আমার নাম রাখেন বিউটি। একদিন তাদের সঙ্গে আমার দেখা হয়। তখন গল্পের মোড় ঘুরে যায় অন্যদিকে।’

আগামী ঈদে চ্যানেল আই-এর পর্দায় `কইন্যা` টেলিফিল্মটি প্রচারিত হওয়ার সম্ভবনা রয়েছে।
১ মে,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে