রবিবার, ০১ মে, ২০১৬, ১১:৫৮:৪১

ন্যান্সির দেশপ্রেম, পারিশ্রমিক ছাড়াই গাইলেন দেশের গান

ন্যান্সির দেশপ্রেম, পারিশ্রমিক ছাড়াই গাইলেন দেশের গান

বিনোদন ডেস্ক: দেশের গান করা নিয়ে বরাবরই আফসোস জনপ্রিয় সঙ্গীত শিল্পী ন্যান্সির। দেশাত্মবোধক গান গেয়ে এবার সেই আক্ষেপ পূরণ  করলে জনপ্রিয় এই শিল্পী।  মজার ব্যাপার হলো গানটির জন্য কোনো পারিশ্রমিক নিচ্ছেন না তিনি।

‘গোলাপ ফোটার ব্যাকুল দিনে/হাসনাহেনার রাতের ঋণে/বৃষ্টিমাধব সকাল হলে/ ঘুঘুডাকা দুপুর বলে/আর কিছু নেই একটাই শুধু/ আশ্রয় আমার বেশ/ সারাদিন মান সারা রাত্তির আমার বাংলাদেশ’- এমন কথার গানটি লিখেছেন লুৎফর হাসান। সুরও করেছেন শিল্পী নিজেই।আর গানটির সংগীতায়োজন করেছেন অমিত কর।

গতশুক্রবার, ২৯ এপ্রিল দুপুরে গানটিতে কণ্ঠ দেন।

এ নিয়ে শিল্পী বলেন, ‘দারুণ অনুভূতি। এক যুগ ধরে গান গাইলেও এখন পর্যন্ত একটাও দেশের গান নেই আমার। অবশেষে সেই সুযোগ হলো। আমি সত্যি উচ্ছ্বসিত। ভক্তদের মনে আমার দেশের গান করা নিয়ে যে নীরব বেদনা ছিলো অবশেষে তা দূর করতে পেরেছি। খুবই সুন্দর ও শ্রুতি মধুর হয়েছে গানটি। আশা করি সবার ভালো লাগবে।’

পারিশ্রমিক ছাড়া গান করা প্রসঙ্গে ন্যানসি বললেন, ‘এটা আমি আগেই ঘোষণা দিয়েছিলাম দেশের গানের জন্য কোনো পারিশ্রমিক নেব না। সেই অনুযায়ী এই গানে আমার কোনো পারিশ্রমিক নেই। আসলে দেশের গান গাইতে পেরেছি এটাই আমার কাছে বড়ে প্রাপ্তি।’
১ মে,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে