রবিবার, ০১ মে, ২০১৬, ০১:২১:৩৪

মে দিবস মীরের কাছে হয়ে গেলো মেয়ে দিবস!

মে দিবস মীরের কাছে হয়ে গেলো মেয়ে দিবস!

বিনোদন ডেস্ক : আজ মে দিবস। ছুটি কাটাচ্ছে পৃথিবীর সব শ্রমজীবী মানুষ। তবে অনলাইনা কিংবা টেলিভিশন সাংবাদিকদের আজ ছুটি নেই। পাঠক কিংবা দর্শকদের কথা চিন্তা করে চালিয়ে যেতে হয় তাদের কাজ। তবে আজ সে দুঃখ শেয়ার করতে বসিনি।

আজ কথা বলবো এক ‘মেয়ে’র গল্প নিয়ে। জিনি কি না ‘মে’ আর ‘মেয়ে’র পার্থক্য জানেন না!

যেই মেয়ে হালকা রঙের শাড়ির সঙ্গে কনট্রাস্ট গোলাপি ব্লাউজ। সঙ্গে রিমলেস চশমার মানানসই সাজ দিয়ে ছবি তুলেছেন, সেটি আবার ফেসবুকে সবার জন্য শেয়ার করেছেন। সঙ্গে ক্যাপশন, ‘আজ ফার্স্ট ‘মে’। লং লিভ ‘মেয়ে’ ডে!!!’

ইনি হলেন অভিনেতা, আরজে, অ্যাংকার— বিভিন্ন পরিচয়ে পরিচিত মীর। প্রতি মুহূর্তেই হাসির রসদ খুঁজে নেয়া এ মানুষটি নিজেই মেয়ে সেজে এই ছবিটি আজ পোস্ট করেছেন ফেসবুকে। -বাংলামেইল
১ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে