রবিবার, ০১ মে, ২০১৬, ০৩:০৩:০৩

‘কতদিন দেখি না তোমায়’, গান শেখাবেন শাবনূর

‘কতদিন দেখি না তোমায়’, গান শেখাবেন শাবনূর

বিনোদন ডেস্ক : এক সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী ছিলেন শাবনূর। কিন্তু বিয়ের পর হঠাৎ করেই আড়ালে চলে যান তিনি। সেই থেকে রূপালী পর্দায় যেমন দেখা যাচ্ছে না, তেমনি প্রচার মিডিয়া থেকেও দূরে থেকেছেন শাবনূর। এর মাঝে আবার অভিনয়ে ফিরছেন বলে কয়েকবার গুঞ্জন শোনা গেলো তা শেষ পর্যন্ত বাস্তবে দেখা যায়নি। তবে এবার আর গুঞ্জন নয়, সত্তি সত্তি অভিনয়ে ফিরছেন শাবনূর।

‘কতদিন দেখি না তোমায়’ ছবির মধ্য দিয়ে ফিরছেন তিনি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ছবিটিতে শিগগিরই শুটিং শুরু করবেন শাবনূর। তবে এখানে তাকে একজন গানের শিক্ষকের ভূমিকায় দেখা যাবে।

এ প্রসঙ্গে শাবনূর বলেন, ‘অনেকদিন পর নতুন ছবিতে অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াব। এতে আমাকে গানের শিক্ষকের চরিত্রে দেখা যাবে।’

‘কতদিন দেখি না তোমায়’ ছবিতে শাবনূর নায়িকা হিসেবে অভিনয় না করলেও ছবিটি মূলত তার চরিত্র ঘিরেই আবর্তিত হবে বলে জানিয়েছেন পরিচালক। এতে নায়ক-নায়িকা হিসেবে দেখা যাবে সাইমন ও প্রিয়ন্তীকে। চলতি মাসের মাঝামাঝি সময় ছবিটির শুটিং শুরু হবে বলে পরিচালক জানান।
১ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে