বিনোদন ডেস্ক : প্রথম বারের মতো জুচি বেঁধেছেন সালমান খান ও আনুশকা শর্মা। এরমধ্যেই নায়িকার জন্মদিন এসে হাজির। এখন কি আর নায়ক বসে থাকতে পারে? সালমান খান বলে কথা। তাই নায়িকাকে এই বিশেষ দিনে এক মিনিটের বিশেষ উপহার পাঠালেন নায়ক।
অবশ্য তাদের অভিনীত ‘সুলতান’ এখনো মুক্তি পায়নি। কয়েকদিন আগে প্রকাশিত হয়েছিল ছবিতে আনুশকার কুস্তীগির লুক। আর আজ আনুষ্কাকে উদ্দেশ করে সালমান খান টুইটারে প্রকাশ করলেন ছবির প্রথম টিজার।
২৮ বছর বয়সেই এত মানুষের মন জয় করা কম কথা নয়। চলচ্চিত্র ‘সুলতান’-এর জন্য কম শ্রম দেন নি তিনি। ওয়েট লিফটিং থেকে বক্সিং সবই প্র্যাক্টিং করেছেন।
চলচ্চিত্রটিতে কুস্তিগির আনুষ্কার দেখা মিলবে। তার চরিত্রটির নাম রাফা। সালমান খান লিখেছেন ‘হ্যাপি বার্থ যে টু মাই সুলতানি রাফা’। টিজারে যে রাফাকে দেখা যাবে, সাধারণ গ্রামের একটা মেয়ে থেকে অসাধারণ বিজয়ী কুস্তিগীর হয়ে উঠতে। আগামী ঈদে মুক্তি পাবে বহুল আলোচিত এই ছবিটি।
১ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস