রবিবার, ০১ মে, ২০১৬, ০৫:০০:০৭

বিপাশার বিয়েতে প্রথম অতিথি সাবেক প্রেমিক ডিনো মারিয়া

বিপাশার বিয়েতে প্রথম অতিথি সাবেক প্রেমিক ডিনো মারিয়া

বিনোদন ডেস্ক : পরিবার ও কাছের আত্মীয়-বন্ধুদের উপস্থিতিতে শনিবার বাঙালি রীতিতে বিয়ে করলেন বলিউড তারকা বিপাশা বসু ও করণ সিং গ্রোভার।

শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা শেষে আয়োজিত বিবাহোত্তর সংবর্ধনায় হাজির হয়েছিলেন বলিউডের প্রথম সারির তারকারা।  তবে প্রথম অতিথি ছিলেন বিপাশার সাবেক প্রেমিক মডেল-অভিনেতা ডিনো মারিয়া।
তার আগমনে সবাই চমকে যান

এদিকে বিপাশা-করণকে শুভেচ্ছা জানাতে ছেলে অভিষেক বচ্চন ও পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন।  এ তিন তারকার সঙ্গে বিপাশা একাধিক সিনেমায় পর্দা ভাগাভাগি করেছেন।

ছিলেন সোনম কাপুর, সুস্মিতা সেন, টাবু, রণবীর কাপুর, মাধবন ও তার স্ত্রী, নেহা ধুপিয়া, দিয়া মির্জা, মালাইকা আরোরা খান, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডি সুজা, সোফি চৌধুরী, শমিতা শেঠি, সঞ্জয় দত্ত ও তার স্ত্রী মান্যতা। দিব্যা খোসলা কুমার, আব্বাস-মাস্তান, মধুর ভান্ডারকরসহ বেশ কয়েকজন নির্মাতা ও প্রযোজক।  

আরো ছিলেন টেলিভিশনের বেশ কয়েকজন তারকা।  
কেনিয়ায় একটি চ্যারিটি শো’তে অংশ নিতে যাওয়ায় প্রিয় বন্ধুর বিয়েতে উপস্থিত থাকতে পারেননি শিল্পা শেঠি।  তবে অংশ নিয়েছিলেন তার স্বামী রাজ কুন্দ্রে।

বিপাশার সাবেক প্রেমিক মডেল-অভিনেতা ডিনো মারিয়া ‘ভালো বন্ধু’র শুভ কামনা করেন ফেসবুকে। বাঙালি তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ।

২০১৫ সালে মুক্তি পাওয়া হরর সিনেমা ‘অ্যালোন’-এর সেটে বিপাশা-করণের প্রথম দেখা। এরপর তাদের সম্পর্ক প্রেমে গড়ায়।

সম্পর্ক নিয়ে বছর দুয়েক লুকোচুরির পর এবার আনুষ্ঠানিকভাবে চার হাত এক হলো।  বিপাশার প্রথম বিয়ে হলেও করণের এটি তৃতীয় বিয়ে।
১ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে