রবিবার, ০১ মে, ২০১৬, ০৭:৫১:৫৯

অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন হেমা মালিনী

অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন হেমা মালিনী

বিনোদন ডেস্ক : অল্পের জন্য বড় সড় দুর্ঘটনা থেকে রেহাই পেলেন অভিনেত্রী হেমা মালিনী। দুটি গাড়ির মাঝে পড়েও কোনো ক্রমে রেহাই পায় তার গাড়িটি। সুস্থ রয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, দীনদয়াল উপাধ্যায় পশুচিকিতসা বিশ্ববিদ্যালয় এবং গৌ অনুসন্ধান কেন্দ্রের একটি অনুষ্ঠান উদ্বোধন উপলক্ষ্যে যাচ্ছিলেন হেমা। সেই সময় হাইওয়ে থানার কাছে হঠাতই হেমার গাড়ির সামনে একটি গাড়ি ব্রেক কষে। থেমে যায় হেমার গাড়িটি। পিছনের একটি গাড়ি খুব দ্রুতগতিতে আসছিল। সেটি হেমার গাড়ির ধার ঘেঁষে বেরিয়ে যায়।

এ ব্যাপারে বিজেপি নেতা সঞ্জয় গোভিল জানিয়েছেন, এ ঘটনার পরই পালিয়ে যায় গাড়িটি।

প্রসঙ্গত, গত বছর রাজস্থানে হেমার গাড়ির সঙ্গে দুর্ঘটনায় মৃত্যু হয় ৪ বছরের একটি বাচ্চার। আহত হন আরো ৫ জন। দুর্ঘটনার পর সেই স্থানে বাচ্চাটিকে ফেলে চলে যান হেমা, এমনই অভিযোগ করে মৃত শিশুর পরিবার। হেমার মানবিকতা নিয়েও প্রশ্ন ওঠে।
১ মে, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে