রবিবার, ০১ মে, ২০১৬, ০৯:৩৭:১০

এ মাসে মুক্তি পাচ্ছে বলিউডের যেসব সিনেমা

এ মাসে মুক্তি পাচ্ছে বলিউডের যেসব সিনেমা

বিনোদন ডেস্ক : প্রথম থেকে শেষ, প্রতিটি শুক্রবারই কোনো না কোনো সিনেমা মুক্তি পাচ্ছে এ মাসে। তাও আবার যেমন তেমন সিনেমা নয়। প্রতি শুক্রবারই আসছে ধামাকেদার কিছু। এক ঝলকে দেখে নেয়া যাক এ মাসে বলিউডে কোন কোন সিনেমাগুলো মুক্তি পাচ্ছে।

প্রথম সপ্তাহ (৬মে) :

ওয়ান নাইট স্ট্যান্ড
পরিচালক- জ্যাসমিন ডি সুজা
প্রযোজক- প্রদীপ শর্মা, ফারুখ খান
স্টার- সানি লিয়ন, তনুজ বীরওয়ানি, নীরা বন্দ্যোপাধ্যায়
কাহিনি- ওয়ান নাইট স্ট্যান্ডের কারণে কীভাবে দু’জন মানুষের জীবন নষ্ট হয়ে যায়, তাই দেখাবে ছবিটি। ৫৫ দিনে ছবির শুটিং শেষ হয়। ছবির দৈর্ঘ্য ৯৯ মিনিট।

ট্রাফিক
পরিচালক- রাজেশ পিল্লাই
স্টার- মনোজ বাজপেয়ি, জিমি শেরগিল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়
প্রযোজক- দীপক ধর, সমীর রাজেন্দ্রন, সমীর গোগাটে
কাহিনি- এক দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তির হার্ট ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। মুম্বাইয়ের ব্যস্ত সড়কপথে আড়াই ঘণ্টায় ১৬০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে এক ট্রাফিক পুলিশ সে কাজে সাহায্য করে। ছবিটি একটি সত্যি ঘটনা অবল্বনে তৈরি হয়েছে।

1920 লন্ডন
পরিচালক- টিনু সুরেশ দেশাই
প্রযোজক- রিলায়েন্স এন্টারটেনমেন্ট
স্টার- শরমন যোশি, মীরা চোপড়া, বিশাল কারওয়াল
কাহিনি- রাজস্থান থেকে আসা এক উপহার বদলে দেয় স্বামী-স্ত্রীর জীবন। ঘটনার সুরাহা করতে তারা রাজস্থান এসে পৌছায়।

ডিয়ার ড্যাড
পরিচালক- তনুজ ভারমার
প্রযোজক- রত্নাকর এম শান ভিয়াস
স্টার- অরবিন্দ স্বামী, হিমাংশু শর্মা
কাহিনি- বাবা-ছেলের সম্পর্ক নিয়ে ছবিটি বানিয়েছেন তনুজ। এই ছবি দিয়ে আবার বড়পর্দায় ফিরছেন অরবিন্দ স্বামী।

দ্বিতীয় সপ্তাহ (১৩ মে) :

আজহার
পরিচালক- টোনি ডি সুজা
প্রযোজক- শোভা কাপুর, একতা কাপুর, সোনি পিকচার্স নেটওয়ার্ক
স্টার- ইমরান হাসমি, প্রাচী দেশাই, নার্গিস ফখরি
কাহিনি- ক্রিকেটার মোহাম্মদ আজ়হারউদ্দিনের জীবনকাহিনি নিয়ে তৈরি হয়েছে ছবিটি।

বুদ্ধা ইন আ ট্রাফিক জ্যাম
পরিচালক- বিবেক অগ্নিহোত্রা
প্রযোজক- বিবেক অগ্নিহোত্রা, সুরেশ চৌকাপাল্লি, শরদ প্যাটেল, শ্রেয়সী প্যাটেল, রতি অগ্নিহোত্রী, বিক্রম গুপ্তা, ড্রিম কিউব, সন্দীপ গোয়েল, অভিষেক মোহান্ত, প্রীতিকা ইদনানি, রীতেশ প্যাটেল, যশ দিলীপ ঠক্কর
স্টার- অনুপম খের, অরুণোদয় সিং, মাহি গিল, পল্লবী যোশি
কাহিনি- দুর্নীতি ও নকশাল

তৃতীয় সপ্তাহ (২০ মে) :

সরবজিৎ
পরিচালক- ওমুঙ্গ কুমার
প্রযোজক- ভূষণ কুমার, সন্দীপ সিং, ওমুঙ্গ কুমার, দীপশিখা দেশমুখ, কৃষণ কুমার, জ্যাকি ভাগনানি
স্টার- রণদীপ হুডা, ঐশ্বরিয়া রাই বচ্চন, রিচা চাড্ডা,
কাহিনি- সরবজিৎ সিংয়ের জীবনকাহিনি।


চতুর্থ সপ্তাহ (২৭ মে) :

ক্যাবারে
পরিচালক- কৌস্তভ নারায়ণ নিয়োগী
প্রযোজক- পূজা ভাট, ভূষণ কুমার
স্টার- রিচা চাড্ডা, গুলশন দেবাইয়া, শ্রীশান্ত
কাহিনি- এক ক্যাবারে ডান্সারের জীবন নিয়ে তৈরি হয়েছে ছবিটি। প্রথমে শোনা যাচ্ছিল, হেলেনের জীবনের উপর ভিত্তি করে ছবিটি তৈরি হয়েছে। কিন্তু সে কথা সত্যি নয় বলে জানান পূজা ভাট।

বীরাপ্পান
পরিচালক- রাম গোপাল ভার্মা
প্রযোজক- রায়না সচিন যোশি
স্টার- সন্দীপ ভরদ্বাজ, সচিন যোশি, লিজ়া রে
কাহিনি- চন্দনদস্যু বীরাপ্পানকে কীভাবে ধরা হয়েছিল, তাই নিয়েই ছবিটি বানিয়েছেন রাম গোপাল ভার্মা।

ফোবিয়া
পরিচালক- পবন কৃপালিনী
প্রযোজক- সুনীল লুল্লা, ভিকি রাজানি
স্টার- রাধিকা আপ্তে
কাহিনি- অ্যাগ্রোফোবিয়ায় আক্রান্ত এক মহিলার গল্প।

ওয়েটিং
পরিচালক- অনু মেনন
প্রযোজক- প্রীতি গুপ্তা, মণীশ মুন্দ্রা
স্টার- নাসিরুদ্দিন শাহ, কল্কি কোচলিন, রজত কাপুর
কাহিনি- হাসপাতালের ওয়েটিং রুমে দেখা হওয়া দু'জন মানুষের গল্প
১ মে, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে