রবিবার, ০১ মে, ২০১৬, ১১:০০:৫১

পুরুষদের থেকে বেশি পারিশ্রমিক পেতে নাম হতে হবে প্রিয়াঙ্কা চোপড়া : কল্কি

পুরুষদের থেকে বেশি পারিশ্রমিক পেতে নাম হতে হবে প্রিয়াঙ্কা চোপড়া : কল্কি

বিনোদন ডেস্ক : সমাজে পুরুষতন্ত্রের আধিপত্য নিয়ে কোনো এক সভায় বলতে গিয়ে অভিনেত্রী কল্কি কোচলিন বলেন, আমাদের সমাজ ব্যবস্থা এখনো পুরুষতন্ত্রের দ্বারাই পরিচালিত। সবথেকে বড় কথা বলিউড আমাদের সমাজের মতোই পুরুষতান্ত্রিক। আরো ভালভাবে বলতে গেলে আমাদের সমাজের প্রতিচ্ছবি এই বলিউড। এখানে একজন অভিনেত্রী এবং অভিনেতা কখনোই সমান পারিশ্রমিক পান না, শ্যুটিং সেটে সমান সুবিধাও পান না। মহিলাদের এখানে অনেক চাপের মধ্যে কাজ করতে হয়। তিনি এও বলেন, বলিউডে এখন একমাত্র একজন অভিনেত্রীই যিনি পুরুষ অভিনেতাদের থেকে বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন, তার নাম প্রিয়াঙ্কা চোপড়া।

পুরুষতান্ত্রিক বলিউড সমাজ সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, একসময় এক প্রযোজক তাকে তার বয়স জিজ্ঞেস করেছিল। তিনি তিরিশ বছর বলায়, তাকে বলা হয়, তার হাতে এখনো পাঁচ বছর সময় আছে। এভাবেই বয়সের বেড়াজালে বেঁধে ফেলা হয় অভিনেত্রীদের। আর এক প্রযোজকের সঙ্গে দেখা করতে গেলে, তিনি তার মুখের একটি অংশ স্পষ্ট দেখিয়ে দিয়ে বলেন, এখনই সেখানে বোটক্স করাতে হবে।

যেহেতু রুপোলি পর্দায় মূলত অভিনেত্রীদের বিনোদনের জন্যেই ব্যবহার করা হয়, তাই তাদের অভিনয় ক্ষমতার চেয়ে শরীরী সৌন্দর্য্যের দিকেই নজর দেয়া হয় বেশি। পুরুষকেন্দ্রিক ছবিতে নাচ-গান ছাড়া বিশেষ কিছুই করার থাকে না নায়িকাদের। তবে ইদানিং কালে ‘পিকু’ বা ‘কুইন’-এর মতো নারীকেন্দ্রিক ছবি বক্সঅফিসে সাফল্য পাওয়ায়, ধরে নেয়াই যায় ভাবনা-চিন্তায় সামান্য হলেও পরিবর্তন আসছে।
১ মে, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে