বিনোদন ডেস্ক: ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘বাদশা’ ছবির কাজে প্রায়ই কলকাতা টু ঢাকা ছোটাছুটি করছেন ঢালিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি কলকাতার অংশের কাজ শেষে করে তিনি ঢাকায় ফিরেছেন। তবে কিছুদিন বিশ্রামের পর ২৬ দিনের জন্য লন্ডন যাবেন বলে জানিয়েছেন ফারিয়া। সেখানে জিৎয়ের বিপরীতে ‘বাদশা’ ছবির বাকি কাজের শুটিং হবে বলে জানিয়েছেন নুসরাত ফারিয়া।
এই প্রসঙ্গে ছবির নায়িকা নুসরাত ফারিয়া বলেন আমার প্রথম ছবি ‘আশিকী’এর জন্য লন্ডনে প্রথম গিয়েছিলাম। তখন এক মাসের মতো থেকেও ছিলাম। এবার মোট ২৬ দিন থাকার পরিকল্পনা রয়েছে। সেখানে ‘বাদশা’ ছবির কিছু দৃশ্যের পাশাপাশি গানেরও শুটিং হবে। আশা করছি দর্শকরা এই ছবিটি দারুন পছন্দ করবেন।
‘বাদশা’ ছবিতে নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ। এই ছবিটি পরিচালনা করছেন বাবা যাদব। আর এই ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। তবে ছবিটি কবে মুক্তি পাবে সে বিষয়ে এখনো কোনো খবর জানানো হয়নি।
২ মে ২০১৬/এমটি নিউজ২৪/সবুজ/এসএ