বিনোদন ডেস্ক : আজ মোস্তফা সরয়ার ফারুকীর ৪৩ তম জন্মদিন। তিনি ১৯৭৩ সালের আজকের এই দিনে রাজধানীর নাখালপাড়াতে জন্ম গ্রহণ করেন। তার জন্মদিনে এমটিনিউজ টুয়েন্টিফোরের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।
মোস্তফা সরয়ার ফারুকী একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা। তিনি বেশকিছু ভিন্নধর্মী ও দর্শকপ্রিয় মেগা ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন। এছাড়া ‘ব্যাচেলর’ চলচ্চিত্রটি পরিচালনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন।
তিনি লেখক আনিসুল হকের সাথে বেশ কয়েকটি নাটকের কাজ করেছেন। অধিকাংশ ক্ষেত্রেই নাটক রচনা করেছেন আনিসুল হক এবং পরিচালনা করেছেন ফারুকী। বর্তমানে তিনি ব্যস্ত আছেন তার নতুন ছবি ‘ডুব’ নিয়ে। এতে অভিনয় করছেন বলিউড ও হলিউড অভিনেতা ইরফান খান।
২ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন