সোমবার, ০২ মে, ২০১৬, ১১:৫৫:৩৩

টিজারেই হিট রজনীকান্তের ‘কাবলি’

টিজারেই হিট রজনীকান্তের ‘কাবলি’

বিনোদন ডেস্ক : মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি ‌‌‘কাবলি’র প্রথম টিজার। আর এই টিজারটি মুক্তি পাওয়ার পরপরই হুমড়ি খেয়ে পড়ছে সিনেপ্রেমিকরা। মুহূর্তেই অজস্র ভিজিটর ভিজিট করেন ‘কাবলি’র ট্রেলাইলার। ভাবছেন কি আছে এতে?

দুক্ষিণী ছবির সুপারস্টার রজনীকান্ত। যিনি অ্যাকশন কিং হিসেবেই বলিউড তথা পুরো ভারতজুড়েই ব্যাপক পরিচিত। আর সেই সুপারস্টার অভিনীত ছবি সুপারহিট হবে না তো কি! ‘কাবলি’ ছবিতে এই সুপারস্টারই অভিনয় করেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির প্রথম টিজার।

এদিকে দক্ষিণী এই সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘কাবালি’ ছবিটির মুক্তির জন্য অপেক্ষায় রয়েছেন তার অসংখ্য ফ্যান। তামিল অ্যাকশন থ্রিলার ফিল্মের টিজার ভিডিওটি দেখে আরও বেশি উদগ্রীব হয়ে উঠেছে রজনীভক্তরা।

দেখো গেছে, টিজার মুক্তি পেতেই তার ভক্তকূলের কৌতূহল, উত্সাহ, উদ্দিপনা আরও বহু গুণ বেড়ে গিয়েছে। ২৭ মে মুক্তি পাচ্ছে ‘কাবালি’। তার আগে দেখে নেওয়া যাক ছবিটির ট্রেলার।
২ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে