সোমবার, ০২ মে, ২০১৬, ১০:০৫:১০

জাবিতে ‘পল্টিবাজী’ নাটকের প্রদর্শনী

জাবিতে ‘পল্টিবাজী’ নাটকের প্রদর্শনী

আরিফুল ইসলাম আরিফ, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে আগামীকাল বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটক ‘পল্টিবাজী’। গতকাল গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাটকটির পরিচালক ও জাবির ৪০ তম ব্যাচের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী বাকিবিল্লাহ জীবন এসব কথা জানান। নাটকটির কাহিনী এবং চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বাকিবিল্লাহ জীবন নিজেই।

একটি গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠা এই নাটকে ফুটে উঠবে গ্রামের মানুষের জীবনযাত্রা, শৃঙ্খলা-বিশৃঙ্খলা সর্বোপরি গ্রাম্য রাজনীতির একটি বড় অংশ। সাথে রোমান্টিকতার ছোঁয়াও কিছুটাতো থাকছেই। আর বরাবরের মত দর্শকদের কথা বিবেচনায় রেখে কমেডির কোনো কমতি রাখা হয়নি নাটকটিতে। কিন্তু এর মানে এইনা যে এটি একটি কমেডি নাটক। সম্পূর্ণরুপে একটি মেসেজ নির্ভর এই নাটকটিতে গল্পের স্বার্থেই টানা হয়েছে বিভিন্ন চরিত্র। নাটকটির পরিচালক বলেন, “গল্পের প্রসঙ্গ ঠিক রেখে সব কিছুর সমন্বয়ে ভালো কিছু তৈরীর চেষ্টা করেছি। আশা করি আগের কাজগুলোর মত এটিও দর্শকদের হৃদয়ে আলাদাভাবে জায়গা করে নিবে।” উল্লেখ্য, ‘গোলকধাঁধা’ ও ‘শূণ্য’ এর পর এটি বাকিবিল্লাহ জীবন নির্মিত তৃতীয় নাটক।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মশিউর মুসা, কাওছার হামিদ শিমুল, সোহাগ হোসেন, সাজিদ রহমান (শিশু শিল্পী), মুনতাহা মণি, স্বর্ণা রেজা, রাসেল উদ্দিন, কবির, সুমন, লাবিব এবং বাকিবিল্লাহ জীবন সহ আরও অনেকে।
২ মে,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে