মঙ্গলবার, ০৩ মে, ২০১৬, ১২:৩১:৪৮

শাকিব খানকে নিয়ে যা লিখলো ভারতের মিডিয়া

শাকিব খানকে নিয়ে যা লিখলো ভারতের মিডিয়া

বিনোদন ডেস্ক : গত মঙ্গলবার লেক গার্ডেন্সের এক স্টুডিওতে এস কে মুভিজ প্রযোজিত ‘শিকারি’ ছবির পোস্টারের ফটোশ্যুট হয়ে গেল। এই ছবির হাত ধরেই টলিউডে পা রেখেছেন ঢাকার সুপারস্টার শাকিব খান। ছবির নায়ক ও নায়িকার ভূমিকায় অভিনয় করছেন শাকিব, শ্রাবন্তী। ছবির পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়।

জয়দীপের কাছ থেকে জানা গেল যে মূলত ছবিটি থ্রিলারধর্মী হলেও পারিবারিক গল্পের স্বাদও রয়েছে। পুরোপুরি মশালাদার কর্মাশিয়াল ছবি। ছবিতে শাকিব একজন পেশাদার কিলার, নাম রাঘব। শ্রাবন্তী এখানে ছুটকী, সে অবসরপ্রাপ্ত বিচারপতি রুদ্রপ্রতাপ চৌধুরীর বাড়ির আশ্রিত। খুব ছটফটে মিষ্টি স্বভাবের মেয়ে। তবে গল্পে কেন পেশাদার কিলারের প্রয়োজন হল এবং কীভাবে সে ছুটকীর কাছে পৌঁছায় তার জন্য ছবি রিলিজ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

শাকিব ও শ্রাবন্তীর কসটিউম ডিজাইন এবং স্টাইলিং করেছেন যথাক্রমে অনুমিতা ঘোষ ও অয়ন হোড়। শ্যুটিং এর ফাঁকে শাকিব জানান, ‘ছবিতে আমাকে প্রথম দিকে স্মার্ট, স্টাইলিশ, ‘রাফ অ্যান্ড টাফ’ লুক থেকে ট্রান্সফর্ম হয়ে সাধারণ লুকে দেখা যাবে। আমার চরিত্রের মধ্যে ট্রান্সফরমেশন অনুযায়ী লুকও বদলে গেছে।’

শ্যুটে শাকিবকে জারা ব্র্যান্ডের টর্ন জিনস, লেদার জ্যাকেট, ট্যান কালারের বেল্ট ও জুতোর সঙ্গে ডান হাতে লেদারের রিস্টব্যান্ড এবং গলায় লেদার নেকপিসের সঙ্গে তীর ধনুক ও বুলেট লকেট, কানে সিলভার রিং এ দেখা গেল। সঙ্গে শ্রাবন্তী গ্রিন এবং ব্ল্যাক কালার কম্বিনেশনের চুড়িদার কামিজ, পায়ে ওয়েজ হিলের ব্ল্যাক জুতো, কানে ঝুমকো দুল এবং সফট কার্ল খোলা চুলে ধরা দিলেন।

এছাড়াও ‘জ্যাক অ্যান্ড জোনস’ ব্র্যান্ডের ব্লু জিনস ও ব্লু-ব্ল্যাক-ইয়ালো কালার কম্বিনেশনের চেকস শার্টের সঙ্গে হোয়াইট গেঞ্জি লেয়ারিং করে পরে নিজেকে মেলে ধরলেন শাকিব। সঙ্গে ছিল দু’কানে স্টোন স্টাডেড, গলায় ব্ল্যাক কারের নেকপিস, ডান হাতে রেড ও ইয়ালো সুতো বাঁধা। শাকিবের এই লুকের সঙ্গে যুগলবন্দি অবস্থায় শ্রাবন্তীর পরনে ছিল গ্রিন বর্ডারের জর্জেটের রেড সলিড কালারের শাড়ির সঙ্গে গোল নেকের সবুজ প্রিন্টেড ফুলস্লিভের ব্লাউজ এবং সঙ্গে খোলা চুল, কানে বড় ঝুমকো। একেবারে ‘বাবলি’ লুকে শ্রাবন্তীকে দেখা গেল।

প্রসঙ্গত: শ্রাবন্তী বলেন, ‘ঠিক আমার মতো ছটফটে স্বভাবের ছুটকী। আমি শাড়ি, প্রিন্টেড কটনের জ্যাকেট পরেছি একেবারে ইন্ডিয়ান লুকে আমাকে দেখা যাবে।’ এই প্রসঙ্গে স্টাইলিস্ট অয়ন বলেন, ‘যেভাবে পরিচালক ছুটকীর চরিত্র বিশ্লেষন করেছেন সেটাকে মাথায় রেখে এবং বর্তমান ফ্যাশন কী চলছে দুটোকে মিলিয়ে এই লুক শ্রাবন্তীকে দেবার চেষ্টা করেছি। কটন ও জর্জেট ফ্যাব্রিক ব্যবহার করেছি। শ্রাবন্তীর পোশাকের কালার প্যালেট রেড, ইয়ালো, অরেঞ্জ, ব্লু ইত্যাদি ওয়ার্ম কালার রাখা হয়েছে। হালকা মেকআপ, কম জুয়েলারি ওঁকে পরানো হয়েছে। আবার গানের দৃশ্যে আদিবাসী লুক আনতে শর্ট শাড়ি শ্রাবন্তীকে পরিয়েছে।

ছবির অন্য শিল্পীরা হলেন সব্যসাচী চক্রবর্তী, লিলি চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ত, পার্থসারথী চক্রবর্তী, বাংলাদেশের রেবেকা, অমিত হাসন প্রমুখ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জয়দীপ মুখোপাধ্যায়, পেলে ভট্টাচার্য, কোরিওগ্রাফ করেছেন জয়েশ প্রধান। সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত। নিবেদনে অশোক ধানুকা, হিমাংশু ধানুকা। ছবির শ্যুটিং এখন চলছে। এটি ইন্দো-বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি। সূত্র : বর্তমান, কলকাতা।
৩ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে