বিনোদন ডেস্ক: হৃত্বিক আর কঙ্গনার মধ্যে এতদিন কাদা ছোঁড়াছুঁড়ি চলছিল। হঠাৎ সবাইকে অবাক করে কঙ্গনার পাশে দাঁড়ালেন হৃত্বিক। ধমক দিলেন নিজের ভক্তদের। কঙ্গনার বিরুদ্ধে ক্ষোভ উগরে তার নামের সঙ্গে ‘চরিত্রহীন’ লিখে টুইটারে নতুন হ্যাশট্যাগ চালু করেছিলেন হৃত্বিক-ভক্তরা। মুহূর্তে তা ভাইরালও হয়ে যায়। কিন্তু এই ট্রেন্ডের তীব্র নিন্দা করেন হৃত্বিক নিজেই।
রবিবার সন্ধেয় তিনি কঙ্গনার পক্ষ নিয়ে লেখেন, ‘অন্যের চরিত্র বিচার করাই আসল চরিত্রহীনতা। যাই হয়ে থাকুক, রাগ-ক্ষোভ যেন নিয়ন্ত্রণে থাকে। ছড়াতে হলে ভালবাসা ছড়াও।’ এই টুইটের পর ট্রেন্ডিং একেবারে বন্ধ না হলেও অনেকটাই ঝিমিয়ে পড়ে। যদিও হৃত্বিকের এই সমর্থন গলাতে পারেনি কঙ্গনার মন। টুইটার ট্রেন্ডে তাকে ‘অন্ধকার পল্লীকর্মী’ এবং ‘মানসিক রোগী’ বলার কড়া জবাব দিয়েছেন তিনি। মঙ্গলবার এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হৃত্বিক এবং তার ভক্তদের উদ্দেশে বলেন, ‘একজন মেয়ে শারীরিকভাবে সক্রিয় হলে তাকে ‘অন্ধকার পল্লীকর্মী’ বলা হয়। কর্মজীবনে সাফল্যের শীর্ষে পৌঁছলে তাকে মানসিক রোগী বলা হয়। এইসব নিয়ে মাথা ঘামাই না।-আজকাল
৪ মে, ২০১৬/এমটনিউিজ২৪/সবুজ/এসএ