বুধবার, ০৪ মে, ২০১৬, ০৯:১৪:৫৫

উঠতি নায়িকা থেকে ভিক্ষুক! মিতালির করুণ গল্পে চোখ ভিজবে আপনারও

উঠতি নায়িকা থেকে ভিক্ষুক! মিতালির করুণ গল্পে চোখ ভিজবে আপনারও

বিনোদন ডেস্ক : মিতালি শর্মা একজন মডেল। তিনি বেশ কয়েকটি ভোজপুরি ছবিতেও অভিনয় করেছিলেন। তার বাড়ি দিল্লিতে। পরিবারের অমতেই তিনি মডেলিংয়ে আসেন। যার কারণে তার পরিবারও তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেন।

উঠতি মডেল বা উঠতি নায়িকা হিসেবে ভালোই করছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই জীবনে ছন্দ-পতন ঘটে। কমতে থাকে তার চাহিদা। পরবর্তীতে মুম্বাইয়ে ক্যারিয়ার শুরু করার বাসনা নিয়ে আলো ঝলমলে মুম্বাইতে চলে আসেন। কিন্তু মুম্বাই ব্যস্ত নগরী। এখানে কেউ কারো নয়। যত আলো ঝলমলেই হোক না কেন। মুম্বাই সত্যিকার অর্থে অন্ধকারাচ্ছন্ন। এখানে কোন কিছুই করতে পারছিলেন না মিতালি শর্মা। এতে করে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

একসময় কিছু করতে না পেরে দারুণ অর্থ কষ্টে পড়েন। পরিবার পরিজনও তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন। কি আর করা। উপায়ন্ত না দেখে ভিক্ষের পথই বেছে নিতে হয় তাকে। এরমধ্যে মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়েন সে। ধারণা করা হচ্ছে হতাশা থেকে তিনি ড্রাগস গ্রহণ করতেন।

আশ্রয়হীন মিতালি মুম্বাইয়ের রাস্তায় রাস্তায় ভিক্ষে করা শুরু করেন। এভাবেই কাটছিল কিছুদিন। কিন্তু বিপত্তি দেখা দিয়েছে সম্প্রতি। তিনি নাকি ভিক্ষে নন, ভিক্ষের ভান ধরে চুরির কাজ করতেন! এমন অভিযোগ মুম্বাইয়ের পুলিশদের। পুলিশ তাকে চুরির দায়ে আটকও করেছেন!

ঘটনাটি সিনেমাটিক সিনেমাটিক মনে হচ্ছে! স্বভাবিক। এমন বাস্তবতা কেউ কি কখনো স্বপ্নে দেখেন? বাস্তবে এমন ঘটনা ঘটেছে বলেও কেউ বলতে পারবেন না। এমন ঘটনা আমরা অনেকেই দেখেছি নাটক ও সিনেমাতে। কিন্তু বাস্তবতা বিবর্জিত সিনেমা নাটক নয়।

গত মাসের শেষের দিকে মুম্বাইয়ের রাস্তায় এক মহিলাকে অস্বাভাবিক আচরণ করতে দেখে তাড়া করেন ওশিওয়াড়া থানার পুলিশকর্মীরা। পুলিশের দাবি লোখন্ডওয়ালা এলাকায় ভিক্ষা করার আড়ালে হাত সাফাই করছিল সে। পাকড়াও করতে পুলিশ কর্মীদের গালি-গালাজ করতে থাকে মেয়েটি। গায়ে ছিল নোংরা ছেঁড়া কাপড়। এমনকী মহিলা পুলিশকর্মীর হাত কামড়ে পালানোর চেষ্টা করে সে। রাস্তায় এসব হট্টগোলের মধ্যেই জড়ো হয়ে ‌যায় উৎসাহী জনতা। কিছুক্ষণ পর তারাই চিনতে পারে মিতালি শর্মাকে।

গত কয়েক মাস তার কাছে কাজ না-থাকায় আর্থিক অনটন চরমে পৌঁছয়। তাতেই তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে মনে করা হচ্ছে। মিতালিকে মানসিক হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তার বাড়িতেও খবর দেওয়া হয়েছে।

৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে