বিনোদন ডেস্ক : বাংলাদেশের দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা ২০১৪ সালের ১২ই আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এরপর মিডিয়া থেকে দূরেই আছেন। তবে অনেকেই ভেবেছিলেন বিয়ের পর হয় তো তিনি আবার অভিনয়ে ফিরবেন। তবে সে সম্ভাবনা এখন আর দেখা যাচ্ছে না।
বর্তমানে সারিকা বেশ ভালোই আছেন স্বামী-সন্তান আর সংসার নিয়ে। তবে আর কখনো অভিনয়ে ফিরবেন কিনা সে ব্যাপারে তার কাছ থেকে নিশ্চিত কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি। কারণ এখন তিনি সংসার ও একমাত্র কন্যা স্যাহরিশ আনায়াহ করিমকে নিয়েই বেশি ব্যস্ত।
এদিকে আজকের দিনটিতে আরো বেশি ব্যস্ত থাকবেন তিনি। কারণ, আজ স্যাহরিশের প্রথম জন্মদিন। নিজের কন্যার প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে সারিকা ও তার স্বামী মাহিম করিম বিশেষ উদ্যোগ নিয়েছেন। আজ রাত আটটায় রাজধানীর একটি অভিজাত ক্লাবে এ উপলক্ষে একটি পার্টির আয়োজন করা হয়েছে।
৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন