বিনোদন ডেস্ক : বন্ধ আবার চালু, এর মধ্য দিয়েই শেষ হলো শাকিব খানের কলকাতায় ‘শিকারি’ ছবির শুটিং। এবার এ ছবিটির শুটিং শুরু হবে ঢাকাতে। ছবিতে শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার জনিপ্রয় নায়িকা শ্রাবন্তী।
এদিকে ‘শিকারি’ ছবির দৃশ্যধারণে অংশ নিতে আজ কালের মধ্যে ঢাকায় আসবেন শ্রাবন্তী। এরপর বৃহস্পতিবার থেকে ঢাকায় এর দৃশ্যধারণ শুরু হবে। চলবে ১১ মে পর্যন্ত। এ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন কলকাতার এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টি মিডিয়া।
ছবির গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। আর ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দেব। এ ছবিতে আরও অভিনয় করছেন বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জী ও রাহুল প্রমুখ। ছবির কিছু অংশের কাজ ইউরোপে করার কথা রয়েছে।
৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন