বুধবার, ০৪ মে, ২০১৬, ১২:১৪:০০

তোমাকে ভালোবাসি মা

তোমাকে ভালোবাসি মা

বিনোদন ডেস্ক : সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, আত্মত্যাগ নিয়ে নির্মাণ করা হয়েছে নাটক ‘তোমাকে ভালোবাসি মা’। মা দিবস উপলক্ষে এ নাটকটি নির্মাণ করেছেন জয়ন্ত রোজারিও। এটি রচনা করেছেন আপেল মাহমুদ।  

‘তোমাকে ভালোবাসি মা’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, শাওন, নাবিলা ইসলাম, আফরোজা, শিশু শিল্পী রোহানসহ আরো অনেকে।

নাটক প্রসঙ্গে অভিনেতা ইন্তেখাব দিনার বলেন, ‘সাধারণত আমরা মা দিবসে মাকে নিয়ে নাটক দেখি। কিন্তু এই নাটকের গল্পটি পুরোটাই ভিন্ন। এতে মাকে উহ্য রেখেই মায়ের গল্প দেখানো হয়েছে। বাস্তব জীবনেও তাই। আমরা সবসময় মায়ের সাথে না থাকলেও মায়ের ছায়া আমাদের মাথার উপর থাকে।’
 
সম্প্রতি বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই নাটকটি এনটিভিতে প্রচারিত হবে বলে জানা গেছে।
৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে