বুধবার, ০৪ মে, ২০১৬, ১২:৪১:৩৭

বিতর্কে ‘সুলতান’, গালে হাত সালমানের

বিতর্কে ‘সুলতান’, গালে হাত সালমানের

বিনোদন ডেস্ক : আগামী ঈদে মুক্তি পাবে সালমান খান অভিনীত আলোচিত সিনেমা ‘সুলতান’। ঈদে মুক্তিকে সামনে রেখেই ছবিটির যাবতীয় কাজ এগিয়ে আনা হচ্ছে। প্রকাশ করা হয়েছে টিজারও। এর ফলে ছবিটি নিয়ে সালমান ভক্ত অনুরাগিদের মাঝে দারুণ উৎসাহ কাজ করছে। অথচ এরমধ্যেই দেখা দিয়েছে বিপত্তি!

এদিকে বর্তমানে এ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন সালমান খান। তিনি ভারতের উত্তর প্রদেশের মোজাফফরনগরে অবস্থান করছেন। এরমধ্যে ভারতীয় একটি সংবাদমাধ্যমে খবর বের হয়েছে, মুজাফফরনগর আদালতে অভিনেতা সালমান খান এবং সুলতান সিনেমার পরিচালক আলী আব্বাস জাফরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাদী এহতেশাম সিদ্দিক তার অভিযোগে জানিয়েছেন, সুলতান সিনেমার শুটিং হচ্ছে মুজাফফরনগরের বিহারগড় গ্রামে। কিন্তু গ্রামটিকে দেখানো হচ্ছে হরিয়ানার রিওয়ারি গ্রাম হিসেবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ নিয়ে ৩ মে শুনানির দিন ধার্য করেছেন।
৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে