বুধবার, ০৪ মে, ২০১৬, ০১:৫৮:৫৯

জানেন কি, ক্যাটরিনার প্রতিদ্বন্দ্বী কে? জানলে হেসে গড়াগড়ি খাবেন আপনিও

জানেন কি, ক্যাটরিনার প্রতিদ্বন্দ্বী কে? জানলে হেসে গড়াগড়ি খাবেন আপনিও

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বর্তমানে দারুণ জনপ্রিয় একজন অভিনেত্রী তিনি। বেশ কিছু ব্যবসা সফল ছবি তিনি উপহার দিয়েছেন বলিউডে। যার ফলে বলিউডে এই অভিনেত্রী নিজের জায়াগাটা পাকা করে নিয়েছেন অনেক আগেই।

জনপ্রিয় এমন একজন অভিনেত্রীর প্রতিদ্বন্দ্বি থাকবে না তা কি হয়? তার সহকর্মী নায়িকারা তার প্রতিদ্বন্দ্বি হতে পারেন, এটাই স্বভাবিক। কিন্তু ঘটনা ভিন্ন। কোন নায়িকা তার প্রতিদ্বন্দ্বি নয়। তাই বলে কি তার প্রতিদ্বন্দ্বী নেই? না, আছেন। মানে তাকে একজন প্রতদ্বিন্দ্বি মনে করেন। আর সে কে? তার কথা জানলে হেসে গড়াগড়িও খেতে পারেন আপনিও। তাহলে বলছি ক্যাটরিনাকে কে প্রতিদ্বন্দ্বি ভাবছেন। তিনি সিনেমা জগতের আর কেউ নন, তিনি সাধারণ একজন ফল বিক্রেতা!

সম্প্রতি সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুকের একটি পেজে একজন ফল বিক্রেতার কথা প্রকাশ করা হয়। নিজের কথায় সেই ফল বিক্রেতা জানান, ক্যাটরিনাকে তিনি নিজের প্রতিদ্বন্দ্বী ভাবছেন।

সেই ফল বিক্রেতা বলেন, ‘আমরা কয়েক জেনারেশন ধরে আম বিক্রি করি। এ কাজ করেই আমরা কিছু আয় করি তবে তা খুবই অল্প। এখন প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে। এতে আসলে আমি কী করতে পারি। একদিন সকালে ঘুম থেকে উঠে ভাবলাম ক্যাটরিনাও আমার নতুন প্রতিদ্বন্দ্বী।’

কী ভাবছেন ক্যাটরিনা আবার ফল বিক্রি শুরু করল নাকি? আসলে ক্যাটরিনা একটি ম্যাংগো জুসের বিজ্ঞাপন করেছেন। আর ক্যাটরিনার প্রতি ভক্তদের ভালোবাসা থেকে যদি সবাই আমের পরিবর্তে ম্যাংগো জুস খাওয়া শুরু করেন তাহলে অনেক ক্ষতির মুখে পড়তে হবে ওই ফল বিক্রেতাকে। সে কারণেই ক্যাটরিনাকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন তিনি।
৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে