বুধবার, ০৪ মে, ২০১৬, ০৮:১৮:২০

দেবের ট্যুইট নিয়ে ভারতজুড়ে নয়া বিতর্ক, কিন্তু কি এমন লিখলেন তিনি?

দেবের ট্যুইট নিয়ে ভারতজুড়ে নয়া বিতর্ক, কিন্তু কি এমন লিখলেন তিনি?

বিনোদন ডেস্ক : সরাসরি তৃণমূলের নাম না করে বিতর্ক উসকে ‘যোগ্য দলই জিতবে’ বললেন দেব৷ ফলে নায়ক দেবের ট্যুইট নিয়ে জল্পনাও দানা বাঁধছে নানামহলে৷

প্রকাশ্য জনসভার তৃণমূলের হয়ে প্রচার করার সময় তিনি যাই বলুন না কেন সম্প্রতি তিনি ট্যুইট করেছেন এই বলে, ‘আশা করি, সবচেয়ে যোগ্য দলই জয়ী হবে। যারা বাংলাকে সেরা রাজ্য হিসাবে তুলে আনতে সাহায্য করবে।' একই সঙ্গে ওই ট্যুইটে সব দলকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি৷

যা দেখে অনেকের মনে হয়েছে এটা নিছক সৌজন্যমূলক বিবৃতি৷ কিন্তু প্রশ্ন উঠছে সরাসরি নিজের দলই জয়ী হবে কথাটা কেন এই তৃণমূল সাংসদ ব্যবহার করলেন না৷ বিভিন্ন মহলের প্রশ্ন উঠছে তবে কি বাংলার এই নায়কেরও মনে সংশয় রয়েছে বিধানসভা ভোটে তৃণমূলের জয় সম্পর্কে৷ নাকি এই কথা ভিন্ন কোনো অর্থ বহন করছে৷ বিশেষত এই জল্পনা উঁসকে দিচ্ছে যখন বিরোধী নেতারা মমতা বন্দ্যোপাদ্যায় সম্পর্কে বলতে শুরু করেছেন, ‘তৃণমূলের আপনার ডানপাশে এবং বাঁ-পাশে যারা আছেন তারা ভাল করেই বুঝে গিয়েছেন আপনি আর মুখ্যমন্ত্রী থাকছেন না৷'

আগামীকাল (বৃহস্পতিবার) সপ্তম দফার ভোট পর্ব। এর পরই ঠিক হবে জোট নাকি তৃণমূল কে ক্ষমতায় আসবে এবাংলায়। কিন্তু ঠিক তার আগেই নায়ক-সাংসদ দেব একজন দলীয় নেতা হয়ে এমন নিরপেক্ষতা সত্যিই নজিরবিহীন। অনেকের মতে দলের প্রতি বীতশ্রদ্ধ নায়কের এই ট্যুইট আসলে জোটের পালে হাওয়া দিচ্ছে। তবে দলীয় সাংসদ নয়, এটা এক নায়কের ট্যুইট বলেও কেউ কেউ যুক্তি দেখাচ্ছেন। কিন্তু বিতর্ক থামার নাম-গন্ধ নেই। পাল্টা যুক্তি- তৃণমূলের হয়ে প্রচারে বেরিয়ে যখন দলের জন্য ভোট চাইতে পারেন, তখন সোশ্যাল মিডিয়ায় কেন এতো নিরপেক্ষতা বজায় রাখবেন তিনি!
৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে