বুধবার, ০৪ মে, ২০১৬, ০৯:১৬:৩৬

‘ও কোনো মানুষ নয়, ও একটা পাষণ্ড, খুনি’

‘ও কোনো মানুষ নয়, ও একটা পাষণ্ড, খুনি’

বিনোদন ডেস্ক : জিয়া খান আত্মহত্যা মামলায় সুরজ পাঞ্চোলির বিচারে স্থগিতাদেশের মেয়াদ বাড়াতে অস্বীকার করল বম্বে হাইকোর্ট। ৫ মে সুরজের বিরুদ্ধে গঠন করা হবে চার্জশিট। তার আগেই ফের একবার সুরজ পাঞ্চালিকে নিশানা করলেন বলিউডের অভিনেত্রী জিয়া খানের মা রাবিয়া খান। ‘ও কোনো মানুষ নয়, ও একটা পাষণ্ড, খুনি। নৃশংস না হলে কেউ জিয়ার গর্ভে থাকা সন্তাকে অমন ভাবে হত্যা করাতে পারে’? সম্প্রতি এমন ভাবেই সুরজের বিরুদ্ধে কথা বললেন জিয়ার মা রাবিয়া।

শুধু তাই নয়, জেলে থাকা অবস্থা সুরজের সঙ্গে দেখা করার দাবিও তিনি ভিত্তিহীন বলেন। বারেয়ার কথায়, মাত্র একবারই স্কাইপিতে ভিডিও চ্যাটের মাধ্যমে কথা হয় সুরজের সঙ্গে, সেবারও অন্ধকারে মুখ লুকিয়ে ছিল সে। ‘ওই ছেলের কোন আত্মবিশ্বাস নেই, তাই সে মুখ দেখাতে চায় না। পাশাপাশি তিনি আরো বলেন, “জিয়াকে আমি অনেকবার বুঝিয়েছি সুরজের থেকে দূরে থাকতে। কিন্তু প্রতিবারই ইমোশনাল ব্ল্যাকমেলিং করে জিয়াকে মানিয়ে ফেলে সুরজ। যতই বারণ করি না কেন সুরজকে ‘না’ বলতে পারত না জিয়া। সুরজকে আমি বলি জিয়ার থেকে দূরে থাকতে, তখন সে হুমকি দিয়ে বলে, ‘ইয়ে লড়কি অগর মেরি নেহি তো তেরি ভি নেহি…’

২০১৩ সালের ৩ জুন মুম্বাইয়ের জুহুতে জিয়ার নিজের ফ্ল্যাটে তার মৃতদেহ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে মনে হয়েছিল, গলায় দড়ি দিয়ে নিঃশব্দে আত্মহত্যা করেছেন ‘নিঃশব্দ’এর নায়িকা। তবে বলিউড অভিনেতা সুরজ পাঞ্চালির সঙ্গে জিয়ার সম্পর্ক ছিল। জিয়া সুরজের সন্তানের মা হতে চলেছে এবং সুরজ তাদের সেই সন্তানকে জিয়ার অমতে হত্য করছেন বলে জিয়ার ডায়েরিতে পাওয়া যায়। এরপরই জিয়ার মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধে। জিয়ার মৃত্যুর পিছনে সুরজ পাঞ্চালির হাত রয়েছে বলেও অভিযোগ ওঠে। পরে সুরজের নামে আদালতে মামলা করেন জিয়ার পরিবার।
৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে