বিনোদন ডেস্ক : কয়েকদিন ধরেই একটা খবর আনাগোনা করছে লোকের মুখে মুখে। সাক্ষীর আগে এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির। আর তিনি হলেন তামিল ছবির অভিনেত্রী রাই লক্ষী। এতদিন পর ফের ধোনির সঙ্গে তার নাম জড়ানোয় বেশ হতচকিত এই তামিল নায়িকা। খবর শুনে কী প্রতিক্রিয়া জানালেন তিনি জানেন?
রাই লক্ষীর জীবনে মাহেন্দ্র সিং ধোনি হলেন 'ক্লোজড চ্যাপ্টার'। কিন্তু হঠাৎ আবার সেই পাতা খোলায় খুব অবাক ধোনির 'সাবেক প্রেমিকা'। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি এবিষয়ে মিডিয়ার সঙ্গে কোনো কথা বলিনি এবং বলতেও রজি নই। তবে এসব খবর আসছে কোথা থেকে? ধোনি একটা পুরনো খবর। তাছাড়া মিডিয়া যা বলছে তার সবটা সত্যি নয়। দয়া করে এগুলো আর না ছড়িয়ে এখানেই বন্ধ করুন'। ধোনি না হয় 'পুরনো', তবে নতুন কেউ কি আছেন লক্ষীর জীবনে? উত্তরে বলেন, 'সবচেয়ে ভাল জায়গা হল সিঙ্গল থাকা'। এখন রাই ব্যস্ত 'জুলি টু'-এর কাজে।
৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই