বিনোদন ডেস্ক : ‘এবিসিডি ২’- অভিনেত্রী শ্রদ্ধা তো আগেই জানিয়েছেন, স্কুলে বাস্কেট বল খেলতে দেখার সময়ই থেকেই টাইগারকে তার খুব ভালো লেগে গিয়েছিল। এবার ‘হিরোপন্তি’-র অভিনেতা সম্প্রতি এক সাক্ষাত্কার দিতে গিয়ে স্কুলে পড়ার সময়ই শ্রদ্ধাকে প্রোপোজ না করায় আক্ষেপ করেছেন।
টাইগার শ্রফ অভিনীত সিনেমা দেখে তাকে এতই ভাল লেগে যায় যে, তার সঙ্গে দেখা করতে বাড়ি থেকে পালিয়ে মুম্বাই রওনা হয় এখানকার খামনি গ্রামের দুই বোন। তবে জ্যাকি শ্রফ তনয়ের সঙ্গে দেখা করার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। কারণ পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছে তারা।
পুলিশ সুপার মুকুল দ্বিবেদী জানান, গত সোমবার রাতে টাইগারের সিনেমা দেখে বাড়ি ফিরে দুই বোন মুম্বাই রওনা দেওয়ার প্ল্যান করে। সেই রাতেই মুম্বাইয়ের ট্রেন ধরতে প্রাকৃতিক ক্রিয়ার নাম করে ঘর থেকে বেরিয়ে পড়ে দুজনে। তবে স্থানীয় এক টেম্পো চালক ওদের ভোরবেলা দেখে গ্রামবাসীদের খবর দেন। এদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গিয়েছে ওদের বাড়িতেও। শেষ পর্যন্ত এক জায়গায় ওদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশের জিজ্ঞাসায় তারা স্বীকার করে, ঘর থেকে একজনে হাজার টাকা করে চুরি করেছে দু'বোন।
৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই