নিউজ ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি গতকাল বুধবার বেলা ৩টা ১৫ মিনিটে কন্যা সন্তানের জন্ম দেন। মা-মেয়ে দু’জনই সুস্থ রয়েছেন।’ময়মনসিংহের ডেলটা হেলথ কেয়ার হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
উচ্ছ্বসিতন ন্যন্সির স্বামী জায়েদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘এই অনুভূতিগুলো ঠিক ভাষায় প্রকাশ করার মতো না। আমি অনেক খুশি।’
তিনি আরও জানান, আরো ছয় সাতদিন ন্যান্সিকে এই ক্লিনিকে থাকতে হবে। এখনো নবজাকের নাম ঠিক হয়নি। ন্যান্সির রোদেলা ও নায়লা নামে আরো দুই মেয়ে রয়েছে। নতুন বোনকে পেয়ে তারাও অনেক উচ্ছ্বসিত বলে জানান তিনি।
৫মে, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ