বিনোদন ডেস্ক : সদ্য নিজের ‘দম লগা কে হাইশা'র সৌজন্যে জাতীয় পুরস্কার হাতে নিয়েছেন। এর মধ্যেই পরের জাতীয় পুরস্কারের চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন পরিচালক মণীশ শর্মা। আর তার মতে ‘ফ্যান'-এ অসামান্য পারফরম্যান্সের জন্য পরের বছর সেরা অভিনেতার শিরোপা পাওয়া উচিত বলিউড কিং শাহরুখ খানেরই।
‘ফ্যান'-এর জন্য বহু পরিশ্রম করতে হয়েছে গোটা টিমকে। সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়েছে বাদশাকেই। দিনের পর দিন প্রস্থেটিক মেকআপ নিয়ে অভিনয় করে যেতে হয়েছে। ফলও পেয়েছেন হাতনাতে। বাণিজ্যিক সাফল্যের সঙ্গে সঙ্গে মিলেছে সমালোচকদের প্রশংসাও। ফ্যান-এর সাফল্যে তাই সবচেয়ে বেশি খুশি কিং খানই।
এই সাফল্যের মুকুটে নতুন পালক যোগ হবে, যদি পরের বছর জীবনের জাতীয় পুরস্কারটি তাঁর হাতে ওঠে। এমনটাই চান পরিচালক মণীশ শর্মা।
৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন