শুক্রবার, ০৬ মে, ২০১৬, ১০:২২:৫৯

অতঃপর স্বস্তিতে সালমান খান

অতঃপর স্বস্তিতে সালমান খান

বিনোদন ডেস্ক : হরিণ শিকার মামলায় আপাতত স্বস্তিতে অভিনেতা সালমান খান। তার হোটেলের ঘর থেকে উদ্ধার হওয়া গুলির সঙ্গে গাড়ি থেকে উদ্ধার হওয়া গুলির কোনো মিল নেই বলে মেনে নিল রাজস্থান হাইকোর্ট।

এর আগে হরিণ শিকার মামলায় আদালত তাকে ৫ বছরের কারাবাসের নির্দেশ দেয় আদালত। তার জবাবে ফের শুনানির আবেদন জানান সালমান। যার ভিত্তিতে গত সপ্তাহে পুলিশকে সালমানের ব্যবহার করা ছুরিটি পেশ করতে নির্দেশ দেয় আদালত।

বুধবার পুলিশ ছুরিটি আদালতে পেশ করতেই অস্ত্রগুলির মধ্যে পার্থক্য রয়েছে বলে দাবি করেন সালমানের আইনজীবী মহেশ বোরা। বলেন, এই ছুরি দিয়ে হরিণ মারা যায় না। উদ্ধার হওয়া গুলিকেও এয়ারগানের গুলি বলে দাবি করেন তিনি। ওই গুলি দিয়ে পশু শিকার হয় না বলে আদালতকে জানান তিনি। তার সওয়াল শোনার পর বিচারপতি নির্মল জিত কৌরও অস্ত্রগুলির মধ্যে গরমিলের কথা মেনে নেন। মামলার পরবর্তী শুনানি ১০ মে।
৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে