সোমবার, ০৯ মে, ২০১৬, ০৮:৪৬:০৪

এবার তিনি পুলিশ, অপরাধীর পেছনেই ছুটছেন

এবার তিনি পুলিশ, অপরাধীর পেছনেই ছুটছেন

বিনোদন ডেস্ক : অভিনেত্রী অপর্ণা ঘোষ এখন পুলিশ। কয়েকদিন আগেই পুলিশের চাকরিতে যোগ দিয়েছেন তিনি। তাই অভিনেত্রী এখন অপরাধীর পেছনেই ছুটছেন। একের পর এক অভিযোগের ভিত্তিতে তদন্তের কাজ চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি দুটি খুনের মামলা নিয়ে ব্যস্ত এ অভিনেত্রী। তবে বাস্তবে নয়, এমন ঘটনা ঘটতে দেখা যাবে একটি টেলিছবিতে। আর তাতে এবারই প্রথম পুলিশের চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা।

ক্যারিয়ারে এর আগে অনেক চরিত্রেই দেখা গেছে তাকে। কিন্তু পুলিশের চরিত্রে প্রথমবারই দেখা যাবে অপর্ণাকে। এ কে এম শরিফুল ইসলাম শিমুলের রচনা ও আয়েশা শিশিরের পরিচালনায় টেলিছবিটির নাম ‘গুপ্তচর’। অপর্ণা ছাড়া এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ইফতেখার আদনান, ফারুক কাদেরী প্রমুখ। এ টেলিছবিতে অভিনয় প্রসঙ্গে অপর্ণা একটি দৈনিককে বলেন, আমার ক্যারিয়ারে অনেক নাটকেই অভিনয় করেছি। টেলিছবিতেও কাজ করেছি। সবসময় ভিন্ন ধাঁচের চরিত্রে দর্শক আমাকে দেখেছেন। তবে এবারই প্রথম পুলিশের চরিত্রে অভিনয় করলাম। বেশ ভালো লেগেছে। আর গল্পটাও দারুণ ছিল। আশা করছি নতুন  এ চরিত্রটি দর্শক উপভোগ করবেন।

পরিচালক আয়েশা শিশির বলেন, এটি ব্যতিক্রমী একটি গল্প। বিশেষত দর্শক চাহিদার কথা মাথায় রেখে এমন একটি গল্প নিয়ে কাজ করলাম। অপর্ণাকে এবারই দর্শক প্রথম নতুনভাবে দেখতে পাবেন। অভিনেত্রী হিসেবে তিনি কেমন সেটা দর্শকই জানেন। টেলিছবিটি উপভোগ করবেন এমনটাই প্রত্যাশা আমার। আয়েশা শিশির আরও জানান, আসছে ঈদ উপলক্ষে এটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
০৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে