সোমবার, ০৯ মে, ২০১৬, ১১:১৩:২৮

১৫ দিনের হানিমুনে যাচ্ছেন বিপাশা-করণ, কিন্তু প্লেসটা কোথায় ?

১৫ দিনের হানিমুনে যাচ্ছেন বিপাশা-করণ, কিন্তু প্লেসটা কোথায় ?

বিনোদন ডেস্ক : তাদের বিয়ের খবর তো সবারই জানা আছে। আর বিয়ের পরে যে প্রশ্নটা সামনে চলে আসে তা হলো হানিমুন। এ জন্য পরিকল্পনা করা শেষ। ১৫ দিনের জন্য একান্তে সময় কাটাবেন তারা। তাহলে নব দম্পতি বিপাশা বসু ও করণ সিংহ গ্রোভার হানিমুনে কোথায় যাচ্ছেন? জানেন কী?

মুম্বই এয়ারপোর্টে দুজনের একসঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিপাশা। হলুদ পোশাক, ডেনিম জ্যাকেটে ঝলমলে বিপাশা। আর, আর্মি শার্টে ক্যাসুয়াল লুকে করণ।

গত ৩০ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েন বিপাশা বসু ও করণ সিংহ গ্রোভার। প্রচলিত বাঙালি রীতি মেনেই বিয়ে হয় তাঁদের। এবার মালদ্বীপে যাচ্ছেন হানিমুনে।
০৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে