সোমবার, ০৯ মে, ২০১৬, ০৩:৩৬:২০

‘আয়নাবাজি’তে বহুরূপী চঞ্চল!

‘আয়নাবাজি’তে বহুরূপী চঞ্চল!

বিনোদন ডেস্ক : এবার ধরা পড়েছেন বহুরূপী চঞ্চল! বহুল আলোচিত ছবিতে তাকে দেখে অনেকেই অবাক হবেন। মুক্তির অপেক্ষায় রয়েছে অমিতাভ রেজার প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’। ছবিটিতে চঞ্চলকে হাজির করেছেন নানা রূপে।

দর্শকদের সামনে আসার আগেই আলোচনা চলছে চঞ্চলকে নিয়ে। তার কারণ অবশ্য অভিনেতাকে নিয়ে নতুন করে একটি বিজ্ঞাপন নির্মাণ। এটি করেছেন পরিচালক অমিতাভ রেজা। সেখানে তিনি চঞ্চলকে উপস্থাপন করছেন সাদা চুলের সঙ্গে সাদা লম্বা ঘন দাড়িতে বৃদ্ধ হিসেবে। নতুন এই গেটাপের ছবিটি চঞ্চল তার ফেসবুকে প্রকাশ করেছেন। সম্পূর্ণ নতুন চঞ্চলকে দেখে চমকে গেছেন সবাই।

চঞ্চল ফেসবুকে জানালেন, অমিতাভ রেজার সঙ্গে প্রথমবার বিজ্ঞাপনে কাজ করছেন তিনি। বর্তমানে এর শুটিং চলছে। খুব শিগগিরই টিভিসিটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে।
০৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে