বিনোদন ডেস্ক : বলিউডে চলছে বিয়ের মৌসুম। প্রীতি জিনতা, উর্মিলা মাতন্ডকার ও বিপাশা বসু বিয়ে করেছেন। বলিউড তারকা সালমান খানের বিয়েও নাকি পাকাপাকি।
এবার এ তালিকায় যুক্ত হলো মল্লিকার নাম। তারা জানান দিয়ে বিয়ে করলেও চুপিসারে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত।
শোনা যাচ্ছে, দীর্ঘদিনের প্রেমিক ও ফরাসী ব্যবসায়ী সাইরিলে অ্যাক্সেনফ্যান্সের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়েছেন তিনি। প্যারিসে বিয়ে সেরেছেন তিনি। এ খবর জানেন না বাবা মুকেশ লাম্বা।
তবে বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী। মল্লিকা টুইটারে লিখেছেন, ‘গুজব ছড়ানো বন্ধ করুন। এটা সত্যি নয়। আমি যখন বিয়ে করবো সবাইকে নিমন্ত্রণ জানাব।
তিনি এও বলেন, আমি এখন শুধু কান চলচ্চিত্র উৎসব ও ছবির প্রতি মনোযোগ দিতে চাই, বিয়ে নিয়ে নয়। সময় হলে সবাই জানতে পারবেন।
৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম