সোমবার, ০৯ মে, ২০১৬, ০৮:২৪:২৭

ধরা খেলেন হলিউড অভিনেত্রী হিলটন!

 ধরা খেলেন হলিউড অভিনেত্রী হিলটন!

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করায় ধরা খেলেন রাষ্ট্রের কাছে।  এ জন্য ক্ষমা চাইতে হলো হলিউড অভিনেত্রী প্যারিস হিলটনকে।

বছরখানেক আগে এক ওরাংওটাং-কে কোলে নিয়ে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি। সেখানে দেখা যায় বিরল প্রজাতির এক প্রাণীকে কোলে নিয়ে আদর করছেন তিনি।

প্রাণীটির পরনে বাচ্চা মেয়ের পোশাক।  ছবিটি দিয়ে হিলটন লিখেছিলেন, এটিই পৃথিবীর সবথেকে সুন্দর মেয়ে।  ‘লিটল প্রিন্সেস’ নামেও সম্বোধন করেন তিনি।

এরপরই শুরু হয় বিতর্ক।  রাষ্ট্র পর্যন্ত গড়ায় সেই বিতর্ক।  রাষ্ট্রের Great Apes Survival Partnership (GRASP) এ বিষয়টিতে নজর দেন।

তাদের পক্ষ থেকে স্পষ্ট বলা হয় যে, এ ধরনের বিরল প্রাণীরা খেলার জিনিস নয়, আর কারো পোষ্যও হতে পারে না।

ঘটনার পর ক্ষমা চেয়ে হিলটন জানান, ‘আমি এ ঘটনার জন্য দুঃখিত। কাউকে আঘাত দেয়ার জন্য আমি এ কাজ করিনি।’

উল্লেখ্য, হিলটনের কয়েক বন্ধু হারিয়ে যাওয়া পশু-পাখি সংগ্রহ করে বাসায় নিয়ে আসেন।  এসব পশু-পাখি আর জঙ্গলে ফিরিয়ে দেয়া সম্ভব হয়নি। পশুদের মধ্যেই ওই বাচ্চা প্রাণীটিকে নিয়েই ছবি তুলেছিলেন হিলটন।
৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে