মঙ্গলবার, ১০ মে, ২০১৬, ০৮:১৯:৩৬

এবার হলিউড ছবিতে সোনম কাপুর!

এবার হলিউড ছবিতে সোনম কাপুর!

বিনোদন ডেস্ক : বলিউডে ছেড়ে হলিউডে নিজের অবস্থান পাকা করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। একই পথে হলিউডে ভালো অবস্থানে আছেন দীপিকা পাডুকোনও। এবার সেই রাস্তায় যাচ্ছেন বলিউডের স্টাইলিশ আইকনগার্ল সোনম কাপুর।

এদিকে হলিউডে অভিনয় করার জন্য ইতিমধ্যে এই নায়িকা অনেকগুলো অডিশনও দিয়ে ফেলেছেন। এ ব্যাপারে সোনম কাপুর জানিয়েছেন, ‌‌‘আমি চেষ্টা করে চলেছি। অডিশন দিয়েছি বেশ কয়েকটা। তবে পছন্দমতো কিছুই পাইনি। আমার নিজের উপর বিশ্বাস আছে, খুব শীঘ্রই ভাল সুযোগ পাব আমি।’

দীপিকা পাড়ুকোন এবং প্রিয়ঙ্কা চোপড়া তো হলিউডে ভালই কাজ করছেন। এছাড়া বলিউডের অন্যান্য অভিনেতারাও পা বাড়াতে চাইছেন হলিউডের দিকে। কিছুদিন আগেই যেমন হুমা কুরেশি অডিশন দিয়েছেন ‘দ্য মমি’র সিক্যুয়েলের জন্য। দেখা যাক, সোনমের খাতা কবে খোলে হলিউডে! আপাতত বলিউডের কোনও ছবিও নেই তার হাতে। তাই বলিউড হোক কিংবা হলিউড— কোনও একটা কাজ তার চাই-ই। এ কথা জানিয়েছেন সোনম।
১০ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে