বিনোদন ডেস্ক : যদি আপনাকে বলা হয় বলিউড বাদশা কে? এমন প্রশ্নের উত্তরে সাতা-পাঁচ না ভেবে নিশ্চয় বলবেন, ‘শাহরুখ খান’? হ্যাঁ, শাহরুখ খানই। বিগত দু’দশক ধরে বলিউডের বাদশার আসনটি তিনিই ধরে রেখেছেন। কিন্তু সবার দৃষ্টিতে তিনি বাদশা হলেও নিজেকে নিজেই একজন ফকির বলেই মনে করেন এই বাদশা!
সম্প্রতি শাহরুখ জানিয়েছেন, তিনি নিজের সাফল্যের উদযাপন করেন না, নিজের জন্যে এক পয়সা খরচও করেন না। অতি সাধারণ জীবনযাপন করেন। রেস্তরাঁয় যান না, বাইরের খাবার খান না। বাড়িতেই খান এবং একই ধরনের খাবার খান। তিনি শুধুমাত্র তার সন্তানদের ইচ্ছে পূরণ করেন।
শাহরুখ দাবি করেন, কেউ যদি টানা তাকে সাতদিন দেখেন, তাহলে সেই ব্যক্তি দেখতে পাবেন তিনি একই জামা-প্যান্ট পরেই রয়েছেন। তিনি মানুষকে দিতে ভালবাসেন, নিজের জন্যে কিছু কিনতে ভালবাসেন না। নিজের জন্যে খরচ করতে ভালবাসেন না।
একটি সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খান আরও দাবি করেন, আমার নিজের কোনো চাহিদাই নেই, যার ওপর টাকা খরচ করার প্রয়োজন আছে। তার ব্যক্তিগত কোনও চাহিদাই নেই। বাদশা জানিয়েছেন তিনি গান শোনেন না, তাই স্পিকার কেনার প্রয়োজন অনুভব করেন না।
শাহরুখ জানিয়েছেন, তার একাধিক জুতা রয়েছে, কিন্তু সবই ছবির শ্যুটিং-এর সময় পাওয়া। কিন্তু তিনি মূলত খরচ করেন তার লাইফস্টাইলের উন্নতির জন্যে।
শাহরুখ খান বলেন, তার পছন্দ বড় বাড়ি, বড় অফিস, বড় বাজেটের ছবি। আর এসব কিছুর ওপরই তিনি খরচ করেন বলে জানিয়েছেন। সিনেমা তৈরিতে সবচেয়ে বেশি টাকা খরচ করেন শাহরুখ। জীবনে তিনি যা অর্জন করেছেন, তা নিয়ে ভীষণই খুশি। আর কিছু চাহিদা নেই তার জীবন থেকে।
১০ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন