বিনোদন ডেস্ক : আশি দশকের শেষের দিকে মুক্তি পেয়েছিল বলিউড সিনেমা ‘ম্যায়নে প্যার কিয়া’। এ ছবিটি বলিউডের স্মরণকালে সেরা ব্যবসা সফল ছবি। এ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে আজকের সুপার স্টার সালমান খান ও ভাগ্যশ্রীর।
মূলত এ ছবিটির দারুণভাবে ব্যবসা করায় সালমান খান ও ভাগ্যশ্রীকে পিছনে ফিরে আর তাকাতে হয়নি। যার ফলশ্রুতিতে সালমান খান আজকে বলিউডের অন্যতম সেরা অভিনেতা। তবে এখন পর্যন্ত অনেকেই জানেন না, ‘ম্যায়নে প্যার কিয়া’ ছবিতে নায়ক চরিত্রের জন্য সর্ব-প্রথম কাকে প্রস্তাব করা হয়েছিল?
জানা গেছে, বাংলার প্রসেনজিৎ ছিলেন ‘ম্যায়নে প্যার কিয়া’ ছবির নায়কের ভূমিকায় প্রথম পছন্দ। খোদ প্রসেনজিৎ একথা জানিয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে প্রসেনজিৎ অভিনীত হিন্দি ছবি ‘ট্রাফিক’। সেই উপলক্ষ্যে মুম্বাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রসেনজিৎ। সেখানেই তিনি এত দিনকার গোপন কথাটি জানান।
প্রসেনজিৎ জানান, ‘ম্যায়নে প্যার কিয়া’-র প্রযোজক সুরজ বারজাতিয়ার কাছ থেকেই তিনি ডাক পেয়েছিলেন। মুম্বাইয়ে এ জন্য ৬-৭ দিন থাকতেও হয়েছিল তাকে। অডিশনও দিয়েছিলেন প্রসেনজিৎ। সেসময়ই মুক্তি পেয়েছিল প্রসেনজিৎ অভিনীত ‘অমরসঙ্গী’ ছবিটি। বারজাতিয়ারা ‘অমরসঙ্গী’ দেখেই প্রসেনজিৎকে নাকি নির্বাচিত করেছিলেন। কিন্তু, শেষমেশ ‘ম্যায়নে প্যার কিয়া’ ছবিতে অভিনয় করেননি তিনি।
এরপর ‘সাজন’ ছবিতেও নাকি অভিনয়ের অফার ছিল। কিন্তু, বাংলা ছবির ব্যস্ততায় সেই অফারও বাতিল করেছিলেন প্রসেনজিৎ। আর সালমানের ফিল্মি কেরিয়ারে ‘সাজন’-এর সেই চরিত্র অন্যতম মাইনস্টোন হয়ে গিয়েছিল।
উল্লেখ্য, ফিল্মি পরিবারের ছেলে প্রসেনজিৎ। বাবা বিশ্বজিৎ বলিউডের অন্যতম কিংবদন্তী অভিনেতা। বলিউডে কয়েকটি ছবি করলেও সেভাবে সেখানে কাজ করেননি প্রসেনজিৎ। কিন্তু, গত কয়েক বছর ধরেই হিন্দি ছবিতে বেশকিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি।
১০ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন