বিনোদন ডেস্ক : টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চক্রবর্তী আবারও বিয়ে করতে যাচ্ছেন। মুম্বাইয়ের মডেল কাম অভিনেতা কৃষাণ ভ্রজকে তিনি বিয়ে করতে যাচ্ছেন বলে খবর প্রকাশ হয়েছে। কৃষারে সাথে শ্রাবন্তীর পরিচয় হয় দেড় বছর আগে একটি বিজ্ঞাপনের কাজের সময়। সে থেকেই ভালোলাগা থেকে প্রণয় এবং পরিণয়ের সিদ্ধান্ত।
এর আগে শ্রাবন্তী বিয়ে হয়েছিল চলচ্চিত্র নির্মাতা রাজীব চক্রবর্তীর সঙ্গে। সেসময় শ্রাবন্তী-রাজীবের ঘরে জন্ম নেয় ঝিনুক নামের এক পুত্র সন্তান। কিন্তু তাদের সে সংসার টেকেনি। শ্রাবন্তী কৃষাণের সাথে ফেসবুকে একটি ছবি পোস্ট করে শ্রাবন্তী লিখেছেন- প্রথমবারের মতো আমাদের ছবি ফেসবুকে পোস্ট করছি। লজ্জা পাওয়ার কিছু নেই, বরং বেশ ভালোই লাগছে।
শ্রাবন্তী বলেন, কৃষাণ খুব কেয়ারফুল একজন মানুষ। এমন মানুষের সাথেই সবকিছু শেয়ার করা যায়। ও খুবই সরল, ওর সরলতায় আমি মুগ্ধ। শ্রাবন্তী আরও বলেন, আমাদের সম্পর্কের কথা দুই পরিবারই জানেন। তারা শিগগিরই বিয়ের বিষয়ে দিন তারিখ ঠিক করতে যাচ্ছি।
এদিকে শ্রাবন্তীর সদ্য মুক্তি পাওয়া ছবি 'শুধু তোমার জন্য' দেখে কৃষাণ দারুণ মুগ্ধ। এছাড়া সম্প্রতি শ্রাবন্তীকে একটি সোনার আংটিও উপহার দিয়েছেন কৃষাণ। তাহলে এখন অপেক্ষার পালা কবে তারা বিয়ে করেন।
১০ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন