মঙ্গলবার, ১০ মে, ২০১৬, ০২:০০:৫৯

শাকিবকে ঠেকাতে এ ঈদে আসছে জিৎ, শেষ হাসি কার?

শাকিবকে ঠেকাতে এ ঈদে আসছে জিৎ, শেষ হাসি কার?

বিনোদন ডেস্ক : প্রতি ঈদেই বিভিন্ন প্রেক্ষাগৃহ থাকে ঢাকাই কিং শাকিব খানের দখলে। প্রতিটি ঈদেই শাকিব খানের একাধীক ছবি মুক্তি পায় হলগুলোতে। এবারও তেমনই হতে পারে বলে ইংগিত পাওয়া যাচ্ছে। তবে এবারই প্রথম শাকিব খানের বাজারে ভাগ বসাতে আসছে কলকাতার জিৎ!

জানা গেছে, শাকিব খান অভিনীত ‘সম্রাট’, ‘মেন্টাল’, ‘শিকারী’ ছবি তিনটি এবারের ঈদে মুক্তির তালিকায় রয়েছে। তবে শেষ পর্যন্ত সবগুলো নয়, এখান থেকে একটি বা দু’টি ছবি মুক্তি পেতে পারে বলে জানা গেছে। অন্যদিকে টালিউডের জিৎ অভিনীত যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘বাদশা’-ও এবার ঈদে মুক্তি পাবে বলে জানিয়েছে এর নির্মাণ প্রতিষ্ঠান জাজ মাল্টি মিডিয়া।

এদিকে রাজধানীর কাকরাইলে দেশিয় চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠানগুলোর কার্যালয় সূত্র থেকে জানা গেছে, কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান ঈদে তাদের ছবি মুক্তি দিতে তোড়জোড় শুরু করেছে। যার অংশ হিসেবে হল বুকিং এর কাজ শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রেক্ষাগৃহ মালিক ও তাদের প্রতিনিধিরা এসে কাঙ্খিত ছবিটি বুকিং দিচ্ছেন। এরমধ্যে শাকিব খান অভিনীত ‘সম্রাট’ ও ‘মেন্টাল’ ছবির হল বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে জাজের দুটি ছবি ‘শিকারি’ ও ‘বাদশা’র বুকিং এখনও শুরু হয়নি।

তবে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ কয়েকমাস আগেই ঈদের ছবির ঘোষণা দিয়েছেন। এবারে ঈদে এ প্রতিষ্ঠানটি যৌথ প্রযোজনায় নির্মিত দুটি ছবি মুক্তি দেয়ার কথা বলে আসছে। একটি শাকিব খান অভিনীত ‘শিকারী’। যেখানে তার বিপরীতে রয়েছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। অন্যটি ‘বাদশা’, বাবা যাদব পরিচালনায় এ ছবিতে বাংলাদেশের নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ।

আব্দুল আজিজের দাবি, দুটি ছবিই ঈদে মুক্তি দেয়া হবে। তবে পরিবেশনা সংশ্লিষ্টরা বলছে ভিন্ন কথা। তাদের মতে, যেহেতু ঈদের ছবি হিসেবে শাকিব খানের ‘সম্রাট’ ও ‘মেন্টাল’ মুক্তির দৌড়ে রয়েছে। সেহেতু শেষ পর্যন্ত জাজ থেকে একমাত্র ছবি হিসেবে ‘বাদশা’ মুক্তি পেতে পারে।  

চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকের ধারণা, শাকিবকে ঠেকাতেই এবারের ঈদে প্রথমবারের মতো বাংলাদেশে মুক্তি দেয়া হচ্ছে কলকাতার নায়ক জিৎ এর ছবি। কারণ শাকিবের আশাকচুম্বি জনপ্রিয়তায় ভাগ বসাতে পারে এমন নায়ক দেশে আর নেই। ফলে ওপার বাংলাই ভরসা। এছাড়া ভারতীয় বাংলা চ্যানেলগুলোর কল্যাণে এদেশে জিৎ এর আলাদা দর্শক শ্রেণীও তৈরি হয়েছে। এখন ফলাফলটা কি হয়, তা দেখতে ঈদের পর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
১০ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে