মঙ্গলবার, ১০ মে, ২০১৬, ০৫:১৬:৩৮

‘ধুম’ নিয়ে বলিউডজুড়ে ধুম, বাদ পড়ছেন অভিষেক! তবে আসছেন কে?

‘ধুম’ নিয়ে বলিউডজুড়ে ধুম, বাদ পড়ছেন অভিষেক! তবে আসছেন কে?

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত ‘ধুম’ সিরিজে চতুর্থ ছবি থেকে বাদ পড়ছেন অভিষেক বচ্চন! এর আগের তিনটি ছবিতেই ছিলেন তিনি। ছবিতে তার চরিত্র ছিল ইনস্পেক্টর ‘জয়’। অভিষেক বাদ পড়ছেন! এমন খবর চাউর হওয়ার পর বলিউডজুড়ে শুরু হয়েছে তোলপাড়। প্রশ্ন উঠেছে, তবে এ ছবিতে অভিষেকের স্থলাভিষিক্ত কে হচ্ছেন?

‘ধুম’-এ ভিলেনরাই নায়ক। এ নিয়ে বিতর্কের অবকাশ থাকতে পারে না। চিত্রনাট্য থেকে শুরু করে ক্যামেরার কারুকাজ— সবই আবর্তিত হয়েছে জন আব্রাহাম, হৃত্বিক রোশন, আমির খানদের ঘিরে। ‘ধুম’-আর বরাবরই এ ছবিতে দুষ্টের দমন করে আসছেন অভিষেক বচ্চন। তবে সেই অভিষেক তিনটি ছবিতেই ভিলেনদের ছায়ায় ঢাকা পড়ে গিয়েছিলেন। সেগুলোতে অনেক বেশি ম্যাড়মেড়ে লেগেছে তাকে।

এরমধ্যে মঙ্গলবার বলিউডে ছড়িয়ে পড়েছে গুঞ্জন, তা সত্যি হলে এবার ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ পড়তে চলেছেন অভিষেক বচ্চন। ইনস্পেক্টর ‘জয়’-এর ভূমিকায় কে আসবেন, তা-ও নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে।

‘ধুম’-এ এবার নাকি ‘ইনস্পেক্টর জয়’-কে আরও ঝকঝকে এবং স্মার্ট করে তোলা হচ্ছে। পাল্টে যাচ্ছে তার চালচলন, কথা বলার ভঙ্গি। গুজব সত্যি হলে, অভিষেক বচ্চনের জায়গায় আসতে পারেন সালমান খান অথবা রণবীর সিংহ। যশরাজ ফিল্মস-এর পক্ষ থেকে দু’জনের সঙ্গেই কথা বলা হয়েছে বলে শোনা যাচ্ছে। দু’জনই নাকি রাজি।

এদিকে অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল, এবার ‘ধুম’-এ ভিলেন হতে চলেছেন সালমান খান। রণবীর সিংহের নাম উঠে আসায় মনে করা হচ্ছে, অভিষেকের জায়গায় তিনিই আসছেন। যদিও, এই খবর পুরোটাই গুঞ্জন। যশরাজ ফিল্মস্-এর তরফে এ নিয়ে কিছু বলা হয়নি। এ বছরের শেষে বা আগামী বছরের গোড়ায় শ্যুটিং শুরু হবে ‘ধুম ৪’-এর। কিন্তু তার আগেই যে ‘ধুম’ মচে গেল বলিউডে।
১০ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে